জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ

জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ

জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্টের প্রথম দিনের খেলা শেষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগমন ঘটে যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার। অবশ্য তিনি এসে শেষের ওভার দেখতে চেয়েছিলেন কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণ বশত খেলা চলাকালীন পৌছাতে পারেননি মাঠে।


সংবাদসম্মেলনে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আসিফ ভূইয়া। কেনো খেলা শেষে মাঠে আসলেন সেই কারণ খোলাসা করতে গিয়ে তিনি বলেন, "আজকে মূলত এটলিস্ট লাস্ট ওভারটা যাতে দেখতে পারি এবং সেঞ্চুরির দিকে যাচ্ছিলো সেজন্যই তাড়াহুড়ো করে আসা। কিন্তু পোঁছাতে পারিনি রাস্তার জ্যামের কারণে। কিন্তু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ মুশফিক ভাইয়ের সেঞ্চুরিটা দেখার।"

তিনি আরো বলেন, "গতকাল আমাদের জাতীয় ফুটবল দল প্রায় ২২ বছর পর ভারতকে হারাল প্রথমবারের মতো এবং বাংলাদেশের মাটিতেই সেটা সম্ভব হয়েছে। একইসাথে আজকে বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। আমি সারাদিন মিটিংয়ে ব্যস্ত থাকায় পৌঁছাতে একটু দেরি হয়েছে তাই দেখতে পারলাম না। আজকে উনার ৯৯ রানে শেষ হয়েছে এবং আশা করি কাল মুশফিক ভাই শততম টেস্টে শতরান করবেন।"


মুশফিকুর রহিম প্রথম দিন অপরাজিত আছেন ৯৯ রান করে। নিজের শততম টেস্টে শত রান না করা পর্যন্ত ১ রানের আক্ষেপ থেকেই যায়। আসিফ মাহমুদ আশাবাদী আগামীকাল সেঞ্চুরিটা হয়ে যাবে।

"সাসপেন্স থাকা ভালো, আশা করি আগামীকাল সেঞ্চুরিটা হয়ে যাবে। শততম টেস্টে মুশফিক ভাই শতরান করার মাধ্যমে বুঝা যাচ্ছে যে, উনার মধ্যে এখনো খেলার অনেক বাকি আছে। এটা শততম টেস্টেই থামবে না, সামনের দিকে আরও অনেক আগাবে।"