শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে-
1
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
-
2
তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
-
3
ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়
-
4
শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
-
5
টেম্বা বাভুমা: শান্ত নেতৃত্বের নিখুঁত গণিত
শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অগ্রদূত। নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং প্রতিটি ম্যাচে অনবদ্য দায়বদ্ধতার কারণে তিনি দলের অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা হয়ে উঠেছেন। এই ধারাবাহিক পরিশ্রমই তাকে নিয়ে এসেছে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মুখোমুখি, যা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পরশু শুরু হতে যাচ্ছে। এই মাইলফলক কেবল একটি সংখ্যা নয়, বরং মুশফিকের ২০ বছরের সাধনার প্রতিফলন।
আয়ারল্যান্ড দলের কোচ হেনরিখ মালান, যিনি মুশফিককে তুলনামূলকভাবে কম সময় ধরে দেখেছেন, সংবাদ সম্মেলনে তাঁর পেশাদারিত্বের প্রশংসা করেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, মুশফিকের কোন গুণ তিনি তার দলের ক্রিকেটারদের কাছ থেকে নিতে চাইবেন।
মালান বলেন, "আমি বলব তাঁর পেশাদারত্ব। আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল পৌনে ছয়টায় তাঁকে হোটেলে দেখি নাশতা করছে। সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।"
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করে আয়ারল্যান্ড। গত সাত বছরে দলটি মাত্র ১০টি টেস্ট খেলেছে। তাই, দেশের হয়ে ১০০ টেস্ট খেলার মাইলফলক মুশফিকের জন্য এক বিরাট অর্জন। মালান বলেন,
"দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা দারুণ একটা অর্জন। আমরা দল হিসেবেই মাত্র ১০টা (সিলেট টেস্টসহ ১১টি) টেস্ট খেলেছি। এই জিনিসটা থেকেই আপনি বুঝতে পারবেন, কতটা দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে। অনেক পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেটের জন্য।"
শেষে, স্বভাবসুলভ হাস্যরসের সঙ্গে তিনি আরও যোগ করেন, "আশা করি আগামী ৫ দিন তাঁর জন্য খুব একটা ভালো যাবে না (হাসি)। তবে তাঁকে অভিনন্দন।"
মুশফিকুর রহিমের এই মাইলফলক কেবল তার ব্যাক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেও একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়।
