চুইংগাম ও সমালোচনার মধ্যেও ইতিবাচক দৃষ্টিতে ক্রিকেটকে দেখছেন আসিফ আকবর
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চুইংগাম ও সমালোচনার মধ্যেও ইতিবাচক দৃষ্টিতে ক্রিকেটকে দেখছেন আসিফ আকবর
চুইংগাম ও সমালোচনার মধ্যেও ইতিবাচক দৃষ্টিতে ক্রিকেটকে দেখছেন আসিফ আকবর
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যর্থতা কিংবা ছোটখাটো আচরণের কারণে ক্রিকেটারদের ট্রল করার প্রবণতা এই দেশে নতুন নয়। সম্প্রতি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এই ট্রলের মুখোমুখি হয়েছেন। ব্যাটে রান না থাকলেও মাঠে তার অনবরত চুইংগাম চিবানোর অভ্যাসই ভক্তদের নজরে এসেছে।
নামকরা সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বিষয়টি নিয়ে বললেন, “একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।” তিনি বলেন, ভক্তদের সমালোচনা নেতিবাচক নয়, বরং তা ক্রিকেটারদের প্রতি ভালোবাসার প্রকাশ।
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পুরোপুরি হোয়াইটওয়াশ হয়েছে। সিরিজে ব্যাটাররা ব্যর্থতা প্রদর্শন করেছেন। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট ও ১৯ বল হাতে পূর্ণ করেছে। এদিন জাকের ব্যাটে মাত্র ৫ রান আসে এবং জেসন হোল্ডারের বলে এলবিডব্লু হয়ে ফেরেন।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে জাকের ১৮ বল খেলে ১৭ রান করেছিলেন। বর্তমান সময়ে তার পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিফলন সবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খেলোয়াড় জীবনের এই ওঠা-নামা নিয়েও ভক্তদের আগ্রহ ও সমালোচনা চলছেই।
