টানা ক্রিকেটে ক্লান্ত টাইগাররা, বিশ্রামেই ফিরবে সতেজতা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টানা ক্রিকেটে ক্লান্ত টাইগাররা, বিশ্রামেই ফিরবে সতেজতা

টানা ক্রিকেটে ক্লান্ত টাইগাররা, বিশ্রামেই ফিরবে সতেজতা

টানা ক্রিকেটে ক্লান্ত টাইগাররা, বিশ্রামেই ফিরবে সতেজতা

টি–২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর নতুন করে মানসিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। পরপর সিরিজ খেলার ক্লান্তি কাটিয়ে উঠতে এখন দলের সামনে মূল কাজ বিশ্রাম ও পুনরুজ্জীবন। অধিনায়ক লিটন দাস মনে করেন, কিছুদিনের বিরতি ক্রিকেটারদের আবারও সতেজ করে তুলবে।


সংবাদ সম্মেলনে লিটন বলেন, “না, না। এখানে ফ্যাটিগের বিষয়টা হলো—যেহেতু খেলোয়াড়রা কনটিনিউভাবে খেলছে। আপনি যদি দেখেন, আমরা নেদারল্যান্ডস সিরিজের আগে সিলেটে ক্যাম্প করেছি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ, তারপর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–২০ সিরিজ খেলেছি। তারপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি–২০ সিরিজ। একমাত্র আমি ব্যতীত, আমি ইনজুরিতে ছিলাম। বাসায় কিছুটা সময় পেয়েছি। কিন্তু বেশিরভাগ খেলোয়াড় একটানা খেলেছে। তাই মাঝেমধ্যে বিশ্রাম খুব প্রয়োজন।”


অধিনায়ক আরও বলেন, “যখন প্রতিনিয়ত ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু অনুকূলে যাবে না, তখন ব্রেক দরকার। এখন অনেকেই দশদিনের মতো বিশ্রাম পাবে—রিস্টার্ট করার সুযোগ পাবে।”


শুধু শারীরিক নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিকেও জোর দিচ্ছেন লিটন। তাঁর মতে, “ইতিবাচক ভাবনা ধরে রাখা কঠিন, তবে যদি কেউ ইতিবাচক চিন্তা করতে পারে, তার জন্য সেটা খুব ভালো। এখন সবচেয়ে দরকার নিজেকে সময় দেওয়া, নিজেকে ব্যাক করা।”


খেলোয়াড়দের মানসিক পুনর্গঠনে আশপাশের সহায়ক মানুষদের ভূমিকাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। লিটন বলেন, “যেসব মানুষ একজন খেলোয়াড়কে ফিরে আসতে সাহায্য করে, তাদের সঙ্গে সময় কাটানো দরকার। আমার বিশ্বাস, সবাই খুব দ্রুত ফিরে আসবে।”


আসন্ন বিশ্বকাপের আগে এই বিরতিকে তাই ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর আশাবাদ, “ব্রেক থেকে সবাই রিফ্রেশ হয়ে আসবে, আশা করি সামনে ভালো কিছু হবে।”