Image

তাওহীদ হৃদয় ইস্যুতে যে ব্যাখ্যা দিল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাওহীদ হৃদয় ইস্যুতে যে ব্যাখ্যা দিল বিসিবি

তাওহীদ হৃদয় ইস্যুতে যে ব্যাখ্যা দিল বিসিবি

তাওহীদ হৃদয় ইস্যুতে যে ব্যাখ্যা দিল বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত  অধিনায়ক তাওহীদ হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকলেও, তা এখনই কার্যকর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শাস্তিটি ১২ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ এপ্রিল আম্পায়ার্স কমিটি থেকে জারি করা স্মারকটি পর্যালোচনায় অসংগতিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে এবং সেটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ফলে সেই স্মারকের ভিত্তিতে নেওয়া কোনো সিদ্ধান্তই আর কার্যকর নয়।

তবে হৃদয়ের বিরুদ্ধে যে শাস্তি শুরুতে নির্ধারণ করা হয়েছিল ডিপিএলের নিয়ম অনুযায়ী দুই ম্যাচ নিষেধাজ্ঞা তা আবারও প্রযুক্তিগত নির্দেশনা অনুসারে পুনর্বহাল করা হয়েছে। যদিও এ শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর না করে, এক বছর মেয়াদে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির টেকনিক্যাল কমিটি।

বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখা এবং ক্রিকেটারদের মধ্যে ঐক্য ও খেলোয়াড়সুলভ আচরণে উৎসাহ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে টেকনিক্যাল কমিটি নিয়ম ও আচরণবিধি সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এ সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন হৃদয়ের শাস্তি বহাল রাখা হলো, অন্যদিকে তাৎক্ষণিকভাবে ম্যাচ থেকে বাইরে থাকার ঝুঁকিও এড়িয়ে গেলেন এই তরুণ ব্যাটার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three