প্রথম বলেই উইকেট, ম্যাচ সেরার পুরস্কার তবুও পুরো দলকেই কৃতিত্ব দিলেন নাসুম
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
প্রথম বলেই উইকেট, ম্যাচ সেরার পুরস্কার তবুও পুরো দলকেই কৃতিত্ব দিলেন নাসুম
প্রথম বলেই উইকেট, ম্যাচ সেরার পুরস্কার তবুও পুরো দলকেই কৃতিত্ব দিলেন নাসুম
বাঁচা–মরার ম্যাচে বাংলাদেশ মরেনি, বরং টিকে আছে দারুণভাবেই। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ে ব্যাটিংয়ের শুরুটা এনে দিয়েছিলেন তরুণ ওপেনার তানজিদ তামিম। তবে বল হাতে শুরুটা আরও ভয়ঙ্করভাবে এনে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ক্যারিয়ারের ৩৯তম ম্যাচ খেলতে নামা এই স্পিনার ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ অতলের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সেখান থেকেই এগিয়ে যায় বাংলাদেশ, পরবর্তীতে আজ নাসুম নিজের পারফরম্যান্স উৎসর্গ করলেন গোটা দলকে।
আফগান বধের পরদিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নাসুম বলেন- "এই পারফরম্যান্সটা আমার টিমের জন্যই থাক। আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করছি। আলহামদুলিল্লাহ, জয়টা আমাদের টিমের কাছেই থাক।”
তিনি আরও যোগ করেন- "সত্যি কথা বলতে আমি সবসময় খেলতে রেডি থাকি। সুযোগ এলে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। তবে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি এভাবে পারফর্ম করতে পেরেছি।”
উইকেট পাওয়ার পর তার বিশেষ সেলিব্রেশন নিয়েও বললেন নাসুম- "আল্লাহ তো একজনই আছেন। ওনার শুকরিয়া আদায় করতে হয়। তাই হাত উঁচু করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম।”
দলের মানসিক প্রস্তুতির প্রসঙ্গ টেনে নাসুম জানান- "আমরা মেন্টালি সবসময় রেডি থাকি। যে–ই খেলুক না কেন, সবাই চেষ্টা করে ভালো খেলার।”
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং প্রদর্শনের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাসুম। বল হাতে তার নিখুঁত স্পিনে ভেঙে পড়ে আফগান টপ–অর্ডার। এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন এখনো বেঁচে আছে। আর সেখানে জায়গা করে নিতে পারলে নাসুমকেই ঘিরে থাকবে সমর্থকদের বাড়তি আশা ও প্রত্যাশা। বাংলাদেশের জয়যাত্রায় নাসুম আহমেদ যেন হয়ে উঠছেন নতুন ভরসার নাম।