Image

বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার যে সমীকরণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার যে সমীকরণ

বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার যে সমীকরণ

বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার যে সমীকরণ

আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর জয় নিয়ে এশিয়া কাপে টিকে থাকার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে খেলার স্বপ্ন এখন আর শুধু নিজেদের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার পারফরম্যান্সের দিকেও।

আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে, তবে কোনো রানরেটের হিসাব ছাড়াই রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে বাংলাদেশ। কিন্তু লঙ্কানরা যদি হেরে যায়, তবে জমে উঠবে রানরেটের অঙ্ক কষার খেলা।

সে ক্ষেত্রে তিন দলই—বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—সমান ৪ পয়েন্টে থাকবে। তখন যার নেট রানরেট এগিয়ে থাকবে, তারাই যাবে শেষ চারে। এমন পরিস্থিতিতে যদি আফগানরা শ্রীলঙ্কাকে প্রায় ৭০ রানের বড় ব্যবধানে বা অন্তত ৫০ বল হাতে রেখেই হারাতে পারে, তাহলে পিছিয়ে পড়বে লঙ্কানরা। তাদের রানরেট বাংলাদেশের নিচে নেমে গেলে সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ ও আফগানিস্তান।

তবে শ্রীলঙ্কা হেরে গেলেও যদি ব্যবধানটা খুব বেশি না হয়, তবে টাইগারদের বিদায়ের ঘণ্টা বাজবে এবারের এশিয়া কাপ থেকে। সব মিলিয়ে সুপার ফোরের স্বপ্ন পূরণে এখন লঙ্কানদের ফলাফলের দিকেই তাকিয়ে বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three