ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়
ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের কঠোর আঘাত হানে। ফিল সল্ট এবং জস বাটলারের ঝড়ো ব্যাটিংয়ের সামনে রাবাদা ও জানসেনের মতো বোলাররা দাঁড়াতেই পারেননি। ইংল্যান্ড ৩০৪ রান তুলে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪৬ রানের এক অসাধারণ জয় তুলে নেয়।
দক্ষিণ আফ্রিকার মূল পেস বোলার কাগিসো রাবাদা ও মার্কো জানসেন ইংল্যান্ডের বিপক্ষে মোট ৮ ওভার বোলিং করলেও, জানসেনের নামের পাশে ৬০ রান এবং রাবাদার ৪ ওভারে গুনতে হয়েছে ৭০ রান। এই পরিস্থিতিতে প্রোটিয়া বোলারদের অবস্থা কল্পনা করা যায়, তারা কতটা দুর্বিষহ দিন পার করেছেন আজ!
শুরুর পাওয়ার প্লেতে ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট (৩৩) ও জো বাটলার (৬৬) প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে মাত্র ৬ ওভারে ১০০ রান তুলেন। বাটলার মাত্র ১৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেন ফিফটি। সল্টও ১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক।
জানসেন ও রাবাদারা ইংলিশ দুই ওপেনার চার-ছক্কার ঝড়ে পুরোপুরি হারিয়ে যান। দলীয় ১২৬ রানে বাটলারকে ফিরিয়ে প্রোটিয়ারা কিছু স্বস্তি পায়, তবে বাটলারের ৩০ বলে ৮ ছক্কা ও ৮ বাউন্ডারির ৮৩ রানের ইনিংস দলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এরপর সল্ট জ্যাকব বেথেলের সঙ্গে ৯৫ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে ইংল্যান্ডের স্কোর আরও বাড়িয়ে দেন। সল্ট ৩৯ বলে ১৩ চার ও ৫ ছক্কায় শতক হাঁকান। এই জুটির সাহায্যে ইংল্যান্ড প্রথম ১০ ওভারে ১৬৬ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়ে।
সল্ট থেমে না গিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৩০০ রানের রেকর্ডসম সংগ্রহ পাইয়ে দেন। অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বল খেলে ৪১ রান যোগ করেন। শেষ পর্যন্ত সল্ট ৬০ বল মোকাবিলায় ১৫টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১৪১ রানে ইনিংস শেষ করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে জানসেন ৬০ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি, রাবাদা ৭০ রান দিয়ে উইকেট ছাড়াই বোলিং করেছেন। অন্যদিকে লিজাড উইলিয়ামস ৩ ওভারে ৬২ রান দেন, বিজর্ন ফরটুইন ৪২ রানে ২ উইকেট নেন।
দলের জন্য ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া দুই ওপেনার এডেন মার্করাম ও রায়ান রিকেল্টন মাত্র ২১ বলে ৫০ রান যোগ করলেও রিকেল্টনের আউট হওয়ার পর দল বিপর্যয়ে পড়ে। এরপর দ্রুতই তিন উইকেট হারিয়ে প্রোটিয়া চাপের মধ্যে পড়ে যায়।
মার্করাম ৪১ রান করে আউট হলে সফরকারীরা আর ম্যাচে ফিরে আসতে পারেনি। ইংল্যান্ডের আর্চার, কারেন, উইল জ্যাকস ও লিয়াম ডাউসানের বোলিংয়ে মাত্র ১৬.১ ওভারে প্রোটিয়া ১৫৮ রানেই অলআউট হয়।
ইংল্যান্ডের পক্ষে আর্চার ৩টি উইকেট নেন, কারেন, জ্যাকস ও ডাউসান ২টি করে উইকেট শিকার করেন।
এই রেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ড ১৪৬ রানে বিশাল জয় পায়। ফিল সল্ট নির্বাচিত হন ম্যাচ সেরার পুরস্কারে।