এশিয়া কাপে ওমানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাপুটে জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 20 মিনিট আগে- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
‘বাংলাদেশ তো চ্যাম্পিয়ন’ ভুল জানতেন আফগান কোচ
- 3
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 4
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

এশিয়া কাপে ওমানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাপুটে জয়
এশিয়া কাপে ওমানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাপুটে জয়
আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আলিশান শরাফুর ঝলমলে অর্ধশতক ও মোহাম্মদ ওয়াসিমের লড়াকু ইনিংসে ভর করে তারা তোলে ১৭২ রান, পরে জুনায়েদ সিদ্দিকের দুর্দান্ত বোলিংয়ে ওমান গুটিয়ে যায় ১৩০ রানে।
ধীর-গতির উইকেটে ইনিংস গড়ার দায়িত্ব নেন আলিশান শরাফু। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিং করে ১২ বলে ছয়টি চার হাঁকান তিনি। তার ব্যাট থেকে আসে সেরা শট—লেগস্পিনার সমায় শ্রীবাস্তবাকে ইনসাইড-আউট ড্রাইভে কভার দিয়ে ছক্কা। অন্যপ্রান্তে ওয়াসিম খেলেন ৬৯ রানের লড়াকু ইনিংস। যদিও তাল মেলাতে কিছুটা ভুগছিলেন, তবে অভিজ্ঞতায় কাজে লাগান বোলারদের নতুন স্পেল। এদিনই ওয়াসিম দ্রুততম ব্যাটারদের একজন হিসেবে ৩ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করেন। তার আগে রয়েছেন কেবল মোহাম্মদ রিজওয়ান, ভিরাট কোহলি ও বাবর আজম।
মাঝে হারশিত কৌশিক ও মোহাম্মদ জোয়াহেব দ্রুত ২১ বলে ৪০ রান যোগ করে দলীয় সংগ্রহ পৌঁছে দেন ১৭২ তে।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি জতিন্দর সিং। ১০ বলে ২০ রান করার পর আউট হলে ধস নামে ওমান শিবিরে। মাত্র ১৪ বলে হারায় তিন উইকেট। একসময় ৩২/৪ থেকে ৫০/৫ হয়ে যায় স্কোরবোর্ড।
শেষদিকে চেষ্টা করেও দলকে ফেরাতে পারেননি কেউ। ইউএই বোলার জুনায়েদ সিদ্দিক একাই নেন চার উইকেট (৪-২৩)। তার আঘাতে ২০ ওভারের আগেই ১৩০ রানে গুটিয়ে যায় ওমান।