এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
2
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
-
3
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
4
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
5
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
সাম্প্রতিক সময়ে চিন্তার কারণ হয়ে দাড়িয়েছিলো বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স। সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন ব্যাটাররা। তারপর আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আসেন মোহাম্মদ আশরাফুল। আইরিশ বিপক্ষে দুই টেস্টেই অসাধারণ করেছে বাংলাদেশী ব্যাটাররা। সিরিজে একাধিক সেঞ্চুরি সহ বড় রান এসেছে টপ অর্ডার থেকে।
চতুর্থ দিনশেষে সংবাদসম্মেলনে এসেছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেখানে তিনি জানালেন ব্যাটারদের সম্পর্কে ইতিবাচক কথা। "সবাই কিন্তু ভালো বলে আউট হয়েছে, এমন ভালো বলে আউট হলে কিছু বলার থাকে না। দলের সাথে থেকে যা বুঝেছি সবাই ভালো করার চেষ্টা করছে।"
এদিকে তাইজুল ইসলাম ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেট তাইজুলের। তার ব্যাপারে আশরাফুল বলেন, "তাইজুলকে অভিনন্দন, ২৪৯ উইকেট হয়েছে। তাইজুল-মিরাজের সাথে কম্পিটিশন হবে, দুজনই ডমিনেট করে খেলছে। হাসান মুরাদের অভিষেক হল, ডমেস্টিকে সে ভালো বোলিং করেছে।"
দ্বিতীয় ইনিংসে কেনো মুশফিকুর রহিমকে সেঞ্চুরি করার জন্য সময় দেয়া হলো না এমন প্রশ্নের উত্তরে ব্যাটিং কোচ বলেন, "এটা টিম গেম, ব্যক্তিগত দিক (মুশফিকের সেঞ্চুরি) কেউ চিন্তা করেনি। চাইলে আপনি আরও এক ঘন্টা খেলতে পারতেন, তবে সেটা সুন্দর লাগত না। মুমিনুল সেঞ্চুরির কাছাকাছি ছিল বলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল।"
তিনি আরো বলেন, "আমার সময়ে মুশফিকের অভিষেক হয়েছিল, মুমিনুলকে টেস্ট ক্যাপ আমি পরিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোভাবে স্বাগত জানিয়েছে, আমিও চেষ্টা করছি তাদের সাথে আরও মানিয়ে নিতে।"
মিরপুরের উইকেটের প্রসংশা করে আশরাফুল বলেন, "এই উইকেট দেখে ২০০৮ এর উইকেটের মনে হয়েছে। ব্যাটারদের জন্য শট খেলা যায়। এই উইকেটটা খুবই চমৎকার উইকেট।"
