ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
1
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
-
2
মিরপুরে ইতিহাস ছুঁয়ে আবেগাপ্লুত মুশফিক: দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ সেঞ্চুরি
-
3
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
-
4
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
5
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকা ভারত সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। ৩০ নভেম্বর রাঁচিতে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। রায়পুর ও বিশাখাপত্তনমে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৬ ডিসেম্বর।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন এইডেন মার্করাম। তার অধিনায়কত্বে ৯-১৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজ খেলবে প্রোটিয়ারা।
নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন উদীয়মান ব্যাটার রুবিন হারম্যান, যিনি চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক করেছেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর এটিই তার জাতীয় দলে প্রত্যাবর্তন।
কোচ কনরাডের লক্ষ্য ভারত বিশ্বকাপ সামনে রেখে দল চূড়ান্ত করা।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, “টি-টোয়েন্টি সিরিজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে, তাই এখনই আমাদের চাই সেরা কম্বিনেশন ও রোল নির্ধারণ। কাগিসো রাবাদা না থাকলেও দলের ব্যাকআপ শক্তি আমাদের আত্মবিশ্বাসী করে।”
তিনি আরও বলেন, “নরকিয়া ফিরেছে-এটা দারুণ খবর। ৫০ ওভারের সিরিজটিও ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে।”
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলঃ
টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বোশ, ম্যাথিউ ব্রিৎজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশব মহারাজ, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়েন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলঃ
এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কওয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস।
ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ সূচিঃ
৩০ নভেম্বর – রাঁচি
৩ ডিসেম্বর – রায়পুর
৬ ডিসেম্বর – বিশাখাপত্তনম
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ সূচিঃ
৯ ডিসেম্বর – কটক
১১ ডিসেম্বর – নিউ চণ্ডীগড়
১৪ ডিসেম্বর – ধর্মশালা
১৭ ডিসেম্বর – লখনৌ
১৯ ডিসেম্বর – আহমেদাবাদ।
