মিরপুরে পাঁচ দিনের পূর্ণ টেস্ট, বিরল দৃশ্যের ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
2
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
3
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
-
4
নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ, সিরিজে ক্যারিবীয়দের ছাড় দিল না কিউইরা
-
5
অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার
মিরপুরে পাঁচ দিনের পূর্ণ টেস্ট, বিরল দৃশ্যের ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের
মিরপুরে পাঁচ দিনের পূর্ণ টেস্ট, বিরল দৃশ্যের ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের
মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম মানেই সাধারণত দ্রুত শেষ হয়ে যাওয়া টেস্ট ম্যাচ তিন দিন, কখনও চার দিন। এর বাইরে পাঁচ দিন পূর্ণ ম্যাচ দেখার সৌভাগ্য খুবই কম। প্রায় আড়াই বছর পর আবারও সেই বিরল অভিজ্ঞতা মিলল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। স্পিনারদের জন্য স্বর্গরাজ্য বলেই পরিচিত এই উইকেটে এবার বোলারদের কষ্ট করে উইকেট তুলতে হয়েছে, ব্যাটাররা পেয়েছেন রান, আর ম্যাচ গড়িয়েছে শেষ দিনের শেষ সেশন পর্যন্ত। সেই লড়াই পেরিয়ে ২১৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
শেষ দিনের সকাল শুরু করেছিল আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে। অনেকে ধরে নিয়েছিলেন, প্রথম সেশনই হয়তো শেষ কিন্তু তা হয়নি। জোড়া উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ বামহাতি স্পিনার হাসান মুরাদ, তবে আইরিশরা লড়াই চালিয়ে গিয়েছে ৬০ ওভার ধরে। শেষ পর্যন্ত তাদের দ্বিতীয় ইনিংস থামে ২৯১ রানে। অপরাজিত ৭১ রানে লড়াইয়ের প্রতীক হয়ে ছিলেন কার্টিস ক্যাম্ফার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে আয়ারল্যান্ডের প্রতিরোধের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ ছোট বলে খাটো করে দেখার কোনো সুযোগই নেই।
তার ভাষায় "এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয়... ছোট দল বড় দল বলে আসলে কিছু নেই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে এবং এরকম একটা ৫ম দিনের উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতা আমাদের ছুড়ে দিয়েছে, অবশ্যই ওদেরকে এই কৃতিত্বটা দিতে হবে।"
শান্ত শুধু প্রতিপক্ষ নয়, নিজের দলের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ধরে একই লাইন লেংথে বল করে আইরিশ ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তারা বিশেষ করে স্পিনাররা।
শান্ত বলেন, "কিন্তু পাশাপাশি আমি বলব যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে কৃতিত্ব দেওয়ার মতো। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বল করেছে এটা আসলে কৃতিত্ব দেওয়ার মতো।"
মিরপুর মানেই টার্নিং উইকেট প্রথম দিন থেকেই স্পিনের দাপট। কিন্তু এবার ব্যাটারদের জন্য ছিল স্বস্তি, বোলারদের জন্য পরিশ্রম। আয়ারল্যান্ডের ব্যাটাররাও দারুণ লড়াই উপহার দিয়েছে। ম্যাচের শুরুতে শান্ত ভেবেছিলেন সবকিছু অনেক আগেই সেরে যাবে, কিন্তু তা হয়নি।
এই প্রসঙ্গে তার অনুভূতি, "ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। আশা করিনি। সত্যি বলতে আমরাও আশা করিনি। কিন্তু পাঁচ দিন গিয়েছে। কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নেয়া লাগছে।এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই, প্রত্যেকটা প্লেয়ার খুব উপভোগ করেছে এই টেস্ট ম্যাচটি।"
