পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ

পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ

পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম মানেই দ্রুত শেষ হয়ে যাওয়া ম্যাচ, তিন দিনের মাথায় ফলাফল জানা। কিন্তু আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট যেন সেই পরিচিত ছবিটাকে উল্টে দিল একেবারে। ধুলো ধূসর উইকেটে কঠিন টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ড যে লড়াই দেখিয়েছে, তা টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলকে অনাকাঙ্ক্ষিতভাবে রোমাঞ্চকর বানিয়ে দিয়েছে। জয়ের রাস্তা স্পষ্ট হলেও ম্যাচ টেনে নিয়ে গেছে শেষ দিনের দোরগোড়ায়।

শনিবার দিনের শেষে ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ড থামে ৬ উইকেটে ১৭৬ রানে। বাংলাদেশের প্রয়োজন মাত্র ৪ উইকেট, আইরিশদের সামনে আরও ৩৩৩ রানের অসম্ভব সমীকরণ, আর ড্রয়ের জন্য পুরোদিন উইকেটে টিকে থাকার কঠিন দায়িত্ব। বাস্তবতা বলছে আরেকটি বড় জয়ের খুব কাছে দাঁড়িয়ে বাংলাদেশ।

অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার ৩৪ রানে, তার সঙ্গে ১১ রানে অ্যান্ডি ম্যাকব্রিন।

দুপুরের খানিক পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান তাইজুল ইসলাম এলবিডব্লিউতে ফেরান অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে। অল্প পরেই পল স্টার্লিংকেও তুলে নেন তিনি।

এরপর হ্যারি টেক্টর ক্যাডে কারমাইকেলের ৫১ রানের জুটি গড়ে প্রথম প্রতিরোধ। কারমাইকেলকে ১৯ রানে থামিয়ে দেন হাসান মুরাদ।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে টেক্টর ফিফটি করলেও লফটেড ড্রাইভ খেলতে গিয়ে লং অফে ধরা পড়েন মুরাদের স্পিনে ভাঙে তার প্রতিরোধ।

দ্বিতীয় ইনিংসে ব্যর্থ লোরকান টাকার মাত্র ৭ রান করে লিটন দাসের গ্লাভসে জমা পড়েন খালেদ আহমেদের বলে।
এরপর ক্যাম্পার এগোতে থাকেন স্টিফেন ডোহানিকে সঙ্গে নিয়ে। কিন্তু ডোহানিকে এলবিডব্লিউ করে নিজের ২৪৯তম উইকেট নেন তাইজুল তার দিনে পূর্ণতা এনে দেয় এই সাফল্য।

এর আগে সকালে বাংলাদেশ দিন শুরু করে ১ উইকেটে ১৫৬ রানে। দ্রুত দুই উইকেট হারালেও মুমিনুল হক মুশফিকুর রহিমের ১২৩ রানের জুটি ইনিংস বড় করে। ১৬ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নেন মুশফিক শততম টেস্টে সেঞ্চুরির পর আবারও মাইলফলক ছোঁয়ার আনন্দ। মুমিনুল ৮৭ রানে ক্যাচ তুলে দিলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

কিন্তু দিনের বাকি দুই সেশনে আইরিশদের অলআউট করতে পারেনি স্বাগতিকরা। তাই ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে মিরপুরে বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে সবাই।