চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুনরাবৃত্তি হয়নি দুবাইয়ে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ফাইনালেও হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। ভারতীয় স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানে আটকে যায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই ভারতের রান ১০৫। শেষ পর্যন্ত ভারত ফাইনাল জিতেছে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে।
টিম ইন্ডিয়া টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা নিয়ে বাড়ি ফিরছে। দুবাইয়ের ফাইনালে আজ নিউজিল্যান্ড হারল ৪ উইকেটে। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচেও জেতে ভারত। ফাইনালে ২৫২ রানের টার্গেট টপকাতে রোহিত শর্মা, শুবমান গিলের ওপেনিং জুটিতেই রান চলে আসে ১০৫। রোহিত ৭৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলে শ্রেয়াস আইয়ার এসে রান করেন ৪৮।
শুবমান গিল ৩১ রান করে আউট হলে ভিরাট কোহলি এসে হলেন ব্যর্থ। মেগা ফাইনালে হাসেনি কোহলির ব্যাট, মাত্র ১ রান নিয়েই ফিরতে হয় ড্রেসিংরুমে। শেষদিকে লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা মিলে ভারতের জয় নিশ্চিত করে দেন।
দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টস জিতে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে তুলে ২৫১ রান। ৫৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসেন মাইকেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ড দল শুরুতেই ভারতে বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েই ব্যাটিং করতে এসেছিল। পাওয়ার-প্লের প্রথম ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান হয় ৬৯। যদিও ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে কার্যকর হয়নি ব্যাটিং। দলকে বিপর্যয় থেকে টেনে তুলে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল।
মিচেল ১০১ বলে ৬৩, ৪০ বলে ৫৩ রান করে ব্রেসওয়েল দলের সংগ্রহ বড় করেন। জোড়া শিকার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর। বরুণের ঘূর্ণিতে একদফা পরাস্ত হয়েছে কিউইরা। ৪৫ রানে ২ উইকেট নেন তিনি।