Image

আমাদের দলের সবাই বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, তবে এবার হয়নি: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমাদের দলের সবাই বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, তবে এবার হয়নি: শান্ত

আমাদের দলের সবাই বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, তবে এবার হয়নি: শান্ত

আমাদের দলের সবাই বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, তবে এবার হয়নি: শান্ত

টানা দুই হারের ফলে পাকিস্তানকে সাথে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ। তবে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে আসেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি'। সর্বস্ব ঢেলে দেওয়ার বদলে পারফর্ম্যান্সের সবচেয়ে বাজে প্রদর্শনী মেলে ধরলেন টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়কের কণ্ঠে সেই একই সুর, উন্নতি করতে হবে তার দলের ক্রিকেটারদের। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ। 

রাওয়ালপিন্ডিতে চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। মন খারাপ নিশ্চয়ই; গুরুত্ব হারিয়ে ফেলল টুর্নামেন্টে টাইগারদের বাকি থাকা পাকিস্তান ম্যাচ। নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতে কোন সমীকরণ ছাড়াই বাদ পড়ল বাংলাদেশ ও পাকিস্তান। ফলে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেল নিউজিল্যান্ড ও ভারত। ২৭ তারিখের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দু'দলের কাছেই কেবল নিয়মরক্ষার। 

চ্যাম্পিয়ন হওয়ার বড় স্বপ্ন নিয়ে এসে এমনভাবে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য কেবল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভালো খেলা, 'বড় স্বপ্ন না দেখলে কিভাবে খেলব। আমাদের দলের যারা আছে সবাই বড় স্বপ্ন দেখতে পছন্দ করে। স্বপ্ন দেখলেই হবে না, সে অনুযায়ী কাজ করতে হবে। এই টুর্নামেন্টে হয়নি, আরেকটা ম্যাচ আছে। নেক্সট ম্যাচটা আমরা কিভাবে ভালো করতে পারি এখন এইটা আমাদের ফোকাস করা উচিত।' 

রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দেখাল অসহায়ত্ব। ৩০০-৩৫০ রান সংগ্রহ করার গল্প শুনিয়ে ম্যাচে নেমে টাইগাররা করতে পারে কেবল ২৩৬। উইকেট কেমন ছিল? প্রশ্নের উত্তরে শান্ত, 'উইকেট ভালো ছিল। ৩৫০ এর উইকেট আমি বলব না। ২৮০-৩০০ রানের উইকেট ছিল। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।'

'এই জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আমরা প্রতিনিয়ত ৩০০ করি না। হঠাত একদিন দুই তিনশো করি, এটা রেগুলার কিভাবে করা যায়। আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ আমরা কিছুক্ষণ পরপরই উইকেট হারিয়েছি। আমাদের যেরকম রিসোর্স আছে তাদেরই সুযোগ দিয়ে এই জায়গাটাতে ভালো করতে হবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three