বিপিএলের টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরু সামারাকুন
বিপিএলের টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরু সামারাকুন
বিপিএলের টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরু সামারাকুন
দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের টাকা না পাওয়া নিয়ে বেশ তোলপাড় হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। সমস্যা কিছু কাটলেও এরমাঝে টাকা না পাওয়ার বিষয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন রাজশাহীর শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।
এবাবের বিপিএলে অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে রাজশাহী। সামারকুন এই বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন।
শ্রীলঙ্কার অলরাউন্ডার লাহিরু সামারাকুন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর কাছ থেকে অর্থ না পাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডেইলি সান জানতে পেরেছে, লাহিরু সামারাকুন অনেক চেষ্টা করে বিষয়টি হোয়াটসঅ্যাপ টেক্সট বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের জানান। তারা বিভিন্ন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের বার্তা পাচ্ছেন এবং বিষয়টিকে আন্তরিকভাবে দেখছেন।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজির টাকা পরিশোধের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে স্থানীয় খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিকের প্রতিবাদে চট্টগ্রামে তাদের প্রথম অনুশীলন সেশন বয়কট করে। পরিস্থিতি আরও খারাপ হয়, খেলোয়াড়রা সমস্যাটির সুরাহা না হলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি পুরোপুরি বয়কট করার হুমকি দেয়।
যাইহোক, ম্যাচের কয়েক ঘন্টা আগে, রাজশাহীর খেলোয়াড়রা তাদের বকেয়া বেতনের ২৫% নগদ এবং আরও ২৫% চেকের মাধ্যমে পেয়েছিলেন। তবে এটি প্রমাণিত যে সামারকুন সহ কিছু বিদেশী খেলোয়াড় রিপোর্ট দায়ের করা পর্যন্ত তাদের অর্থ পায়নি। সমগ্র বিপিএলের জন্য রাজশাহীর সাথে সামারাকুনের চুক্তির মূল্য ১৫ হাজার মার্কিন ডলার।