সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা
-
2
কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত
-
3
তাইজুলের ছন্দে সাকিবের শূন্যতা পূরণ, বাঁহাতি স্পিনার হিসেবে নতুন রেকর্ড
-
4
মিরপুরে পাঁচ দিনের পূর্ণ টেস্ট, বিরল দৃশ্যের ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের
-
5
তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনাল শেষে সবচেয়ে আলোচনায় সুপার ওভার। শেষ কয়েক বলে ম্যাচ হাতছাড়া হওয়া, শট নির্বাচন নিয়ে বিতর্ক আর সিদ্ধান্ত গ্রহণের ভুল সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং অ্যাপ্রোচকে ঘিরে এখন চলছে তর্ক-বিতর্ক। বিশেষ করে জিশান আলমের সেই শট যা ম্যাচের গতিপথই বদলে দেয়। আর এই সব প্রশ্নের মুখোমুখি হয়েই আজ সকালে দেশে ফিরেছেন অধিনায়ক আকবর আলী। দিয়েছেন ব্যাখ্যা, জানিয়েছেন হতাশার কথাও।
“সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।”
ফাইনালের সেই সুপার ওভারে ব্যাটিং অর্ডার নিয়েও ওঠে প্রশ্ন। কেন ইনফর্ম ব্যাটারদের না পাঠিয়ে এমন সমন্বয়? জবাবে আকবর আলী বলেন, সোহান ও সাকলাইন ছিলেন পুরো টুর্নামেন্টের সেরা ফর্মে। তাই সিদ্ধান্তটা ছিল দলের পরিকল্পনারই অংশ।
“সুপার ওভারে সোহানকে পাঠানো কারণ হলো পুরো টুর্নামেন্টে ও আমাদের সেরা ব্যাটসম্যান ছিল। আর সাকলাইন ওই ম্যাচে অনেক ভালো টাচে ছিল।”
ফাইনাল হারায় দলের ভেতরে হতাশাও স্পষ্ট। আকবর আলী মনে করেন, পুরো টুর্নামেন্টে ভালো খেললেও কিছু মুহূর্তের ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশেষ করে ফাইনালে সুপার ওভারেই শেষ হয়ে যায় সব আশা।
“প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ… যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুপার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ফাইনাল জিততে পারলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।”
এদিকে সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল থ্রো করা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন আকবর আলী। এ ব্যাপারে তিনি বলেন,
“ওই মোমেন্টে কী হয়েছে, আমি নিজেও জানি না। আমি কেন করেছি, এটার কোনো ব্যাখ্যাও নেই। তবে যে ভুলটা আমি করেছি, ওটা অনূর্ধ্ব–১২–এর খেলোয়াড়েরাও করবে না।”
