Image

চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারি কোচ পোথাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 17 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারি কোচ পোথাস

চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারি কোচ পোথাস

চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারি কোচ পোথাস

চুক্তিতে থাকা মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়লেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পোথাস। 

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিক পোথাসকে। সহকারী কোচ হলেও বাংলাদেশের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হয়েছে। 

২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে বাংলাদেশের সহকারি কোচের চাকরি ছাড়লেন পোথাস। ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক পোস্টে বাংলাদেশকে বিদায়ের কথা জানালেন পোথাস।

এক দশকের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন পোথাস। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে কাজ করেছেন হ্যাম্পশায়ায় কাউন্টি দলের উইকেটকিপিং কোচ হিসেবে। দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবেও। এই দুই দেশের ফিল্ডিং কোচও ছিলেন এক সময়।

খেলোয়াড় হিসেবে পোথাসের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য সমৃদ্ধ নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলেছেন। ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান ১১৪৩৮। করেছেন ২৪টি সেঞ্চুরি ও ৬১টি ফিফটি।

Details Bottom