Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই

জ্যামাইকার অলরাউন্ডার ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই শেষবারের মতো উইন্ডিজ জার্সিতে মাঠে নামবেন এই তারকা ক্রিকেটার।

২০ ও ২২ জুলাই, জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের প্রথম দুই ম্যাচেই নিজের শেষ আন্তর্জাতিক উপস্থিতি হবে রাসেলের জন্য। গত বছর ইংল্যান্ড সিরিজে চোটের কারণে দলের বাইরে ছিলেন এই বিধ্বংসী অলরাউন্ডার।

২০১২ ও ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য রাসেল এখন পর্যন্ত ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৭৮ রান ও ৬১ উইকেটের মালিক। যদিও ২০১৯ সালের পর তিনি শুধুমাত্র সংক্ষিপ্ত ফরম্যাটেই খেলেছেন দেশের হয়ে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় প্রসঙ্গে রাসেল বলেন, “ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের মুহূমূহগুলোর একটি। ছোটবেলায় কখনো ভাবিনি এই পর্যায়ে পৌঁছাতে পারব, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবসময়ই চেয়েছি মারুন জার্সিতে নিজের চিহ্ন রেখে যেতে এবং তরুণদের জন্য অনুপ্রেরণা হতে।”

নিজের শহর স্যাবাইনা পার্কেই ক্যারিয়ারের ইতি টানতে পারা নিয়ে রাসেলের আবেগ স্পষ্ট: “নিজের পরিবারের সামনে, নিজ শহরের দর্শকদের সামনে খেলতে পারা সবসময়ই বিশেষ কিছু। আমি চাই, এই মঞ্চে আমার ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে। তরুণদের জন্য আমি একটি ইতিবাচক বার্তা রেখে যেতে চাই।”

ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিও রাসেলের প্রশংসায় পঞ্চমুখ: “রাসেল সবসময়ই একজন পেশাদার ও দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আমি যখন ওর অধিনায়ক ছিলাম কিংবা এখন কোচ, ওর পারফর্ম করার ক্ষুধা কখনো কমেনি। আমি ওর পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।”

অসংখ্য টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে শিরোপা এনে দেওয়া রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে তার ঝড়ো ইনিংসের স্মৃতি অমলিন থাকবে।

শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচ:
📍 ২০ ও ২২ জুলাই, ২০২৫
🏟️ স্যাবাইনা পার্ক, জ্যামাইকা
🆚 অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three