Image

মিরপুরে টাইগার বোলারদের সামনে অসহায় পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরে টাইগার বোলারদের সামনে অসহায় পাকিস্তান

মিরপুরে টাইগার বোলারদের সামনে অসহায় পাকিস্তান

মিরপুরে টাইগার বোলারদের সামনে অসহায় পাকিস্তান

মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সফরকারী দল রান করতে পারে কেবল ১১০।  

টানা ৩ সিরিজ ও ৯ ম্যাচ ধরে টসে জয়হীন লিটন দাসের টসভাগ্য আজ পক্ষে এসেছে। শ্রীলঙ্কায় সিরিজ জেতার সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ। শরিফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয় তাসকিন আহমেদকে। শেখ মেহেদী প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দিতে পারতেন উইকেট। ক্যাচ মিস করে পরের ওভারে বল হাতে অ্যকশনে এসেই তাসকিনের শিকার সাইম আইয়ুব।

৬ রানে থাকা সাইম আইয়ুবকে তাসকিনের ডেলিভারিতে ক্যাচ নিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। পরের ওভারে ঠিকই উইকেটের দেখা পান শেখ মেহেদী। 

নির্ধারিত ওভারের ৩ বল আগেই ১১০ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। সিরিজে এগিয়ে যেতে ১১১ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ। 

গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three