Image

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে শোক পালন করবে বিসিবি, নিয়েছে যেসব সিদ্ধান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 15 মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে শোক পালন করবে বিসিবি, নিয়েছে যেসব সিদ্ধান্ত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে শোক পালন করবে বিসিবি, নিয়েছে যেসব সিদ্ধান্ত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে শোক পালন করবে বিসিবি, নিয়েছে যেসব সিদ্ধান্ত

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ২২ জুলাই সারাদেশের মতোই গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঐ দিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তবে এবারের শোকের আবহ আরও গভীর। সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মিলিটারি ফাইটার জেট দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিসিবি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। দোয়া মাহফিলের পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাচ ধারণ করবেন।

শোকের প্রকাশ হিসেবে ম্যাচ চলাকালীন পুরো সময় জুড়ে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না বলে জানিয়েছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, "মিলিটারি জেট দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই শোকের মুহূর্তে আমরা জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।"

Details Bottom