অলিম্পিক ক্রিকেটের সূচি প্রকাশ

অলিম্পিক ক্রিকেটের সূচি প্রকাশ
অলিম্পিক ক্রিকেটের সূচি প্রকাশ
অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি । লস অ্যাঞ্জেলস ২০২৮ অলিম্পিক গেমসে পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত।
নারীদের পদক নির্ধারণী ম্যাচ হবে ২০ জুলাই, আর পুরুষদের ফাইনাল হবে ২৯ জুলাই। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। শেষবার খেলাটি অন্তর্ভুক্ত ছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে, যেখানে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জেতে গ্রেট ব্রিটেন।
লস অ্যাঞ্জেলসে প্রতি বিভাগে ৬টি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি বিভাগে ৯০ জন করে খেলোয়াড়ের কোটা বরাদ্দ থাকবে, যার ফলে প্রতিটি দল ১৫ জনের স্কোয়াড গঠন করতে পারবে।
সকল ম্যাচ আয়োজিত হবে পোমোনা ফেয়ারপ্লেক্সে, যা লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিদিনের ম্যাচসূচিতে ডাবল হেডার থাকবে, যেখানে খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
ক্রিকেটকে অলিম্পিকের মতো বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এই পদক্ষেপকে ক্রীড়া জগতের বিশ্লেষকরা দেখছেন বিশ্বজুড়ে ক্রিকেট জনপ্রিয়তা বৃদ্ধির বড় সুযোগ হিসেবে।
এদিকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ১৭ জুলাই সিঙ্গাপুরে শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সম্মেলনে।