মাইলস্টোনের ছাত্রদের জন্য শাহীন শাহ আফ্রিদির মন কাঁদছে

মাইলস্টোনের ছাত্রদের জন্য শাহীন শাহ আফ্রিদির মন কাঁদছে
মাইলস্টোনের ছাত্রদের জন্য শাহীন শাহ আফ্রিদির মন কাঁদছে
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ।
মাইলস্টোন স্কুলে বিমান বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির মন কাঁদছে। নিজের ভেরিফায়েড এক্স প্রোফাইলে আফ্রিদি লিখেছেন,
'হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা। অলৌকিক ঘটনার আশা করছি, এবং পরিবারের জন্য শক্তি।'
Heartbreaking and tragic. Prayers for the victims of #BangladeshPlaneCrash.
— Shaheen Afridi (@iShaheenAfridi) July 21, 2025
Hoping for miracles and strength for the families. 🤲
বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে)। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।