Image

আবারও সারের হয়ে কাউন্টি মাতাবেন কেমার রোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও সারের হয়ে কাউন্টি মাতাবেন কেমার রোচ

আবারও সারের হয়ে কাউন্টি মাতাবেন কেমার রোচ

আবারও সারের হয়ে কাউন্টি মাতাবেন কেমার রোচ

চ্যাম্পিয়নশিপ শুরুর জন্য সারেতে ফিরেছেন কেমার রোচ। টানা পঞ্চম মৌসুমের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে চুক্তিবদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা পেসার। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের টানা পঞ্চম মৌসুমে সারের হয়ে খেলবেন কেমার রোচ। প্রথম চার রাউন্ডে খেলার জন্য সারের সাথে চুক্তি স্বাক্ষর করলেন রোচ। 

পুরানো দলে আবার নতুন করে যুক্ত হয়ে উচ্ছ্বসিত রোচ বলেন, 'গত চার বছর ধরে সারের সাথে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং আবারও দলের সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।'

রোচের আগমন সারের বোলিং আক্রমণে শক্তি যোগ করেছে। অফসিজনে ইয়র্কশায়ার থেকে ম্যাট ফিশারের স্বাক্ষর, নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথও মে মাসে ক্লাবে যোগ দেবেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three