Image

যুক্তরাষ্ট্রের পর এবার নেপালের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের পর এবার নেপালের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল

যুক্তরাষ্ট্রের পর এবার নেপালের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল

যুক্তরাষ্ট্রের পর এবার নেপালের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল

নেপাল ক্রিকেট দলের নতুন হেড কোচ হিসেবে স্টুয়ার্ট ল' নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার এই ঘোষণাটি দেয় তারা। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার স্টুয়ার্ট ল' আগামী দুই বছরের জন্য নেপাল ক্রিকেট দলের কোচ হিসাবে থাকবেন।

স্টুয়ার্ট ল' এর কোচিং ক্যারিয়ার গত বছরের শেষদিকে এক অসাধারণ মাইলফলক অর্জন করেছেন। কারণ তিনি যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ হিসাবে অনেক সাফল্য অর্জন করেন। ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যে সুপার এইটে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। 

৫৬ বছর বয়সী ল' অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ইউএসএ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর কোচ হিসাবে কাজ করেছেন।

নেপালের কোচ হিসেবে তার প্রথম চ্যালেঞ্জ হবে ২০২৪ সালের জুনে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ক্রিদেশীয় সিরিজ। যেখানে নেপাল, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বর্তমানে, নেপাল লিগে ৭ম স্থানে অবস্থান করছে। ১২টি ম্যাচে মাত্র ২টি জয় তাদের।  ২০২৬ সালের ডিসেম্বরে লিগটি শেষ হওয়ার পর শীর্ষ ৪টি দল ২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে যাবে। এবং নিচের ৪টি দলকে কোয়ালিফায়ার প্লে-অফে অংশগ্রহণ করতে হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three