ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে তামিম ইকবালকে
- 1
ম্যাচ রেফারি জানালেন কিভাবে তামিমের চিকিৎসা হল
- 2
তামিম লড়াই চালিয়ে যাও, মাঠে যেমনটা তুমি সবসময় করেছো: মালিঙ্গা
- 3
মোহাম্মদ আব্বাস প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে, পাকিস্তান সিরিজে অধিনায়ক লাথাম
- 4
সফলভাবে হার্টে রিং পরানোর পর তামিমের বর্তমান অবস্থা জানালেন চিকিৎসক
- 5
অধিনায়ক হাসপাতালে, তবুও বন্ধ হয়নি খেলা; ৭ উইকেটে জিতল তামিমের মোহামেডান

ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে তামিম ইকবালকে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হচ্ছে তামিম ইকবালকে
গতকাল হার্টে রিং পরানোর হয় তামিম ইকবালের। পরদিন, অর্থাৎ আজ সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সন্ধ্যায় তামিমকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
গতকাল সোমবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাঁর হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও। হেলিকপ্টারে তোলার অবস্থা না থাকায় চিকিৎসা চলছে বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতালে।
সেই হাসপাতাল থেকে আজ মঙ্গলবার তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
উল্লেখ্য, ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপির মাঠে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টস করার সময়ও সুস্থ ছিলেন, এরপর ড্রেসিংরুমে ফিরে মোহামেডানের অধিনায়ক তামিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। নিকটতম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার বিকেএসপিতে ফিরে আসেন।
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তামিমকে ফের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারে, হার্টে একটি ব্লক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়।