Image

দলের পরাজয়ে ম্লান লিটন দাসের ফিফটি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দলের পরাজয়ে ম্লান লিটন দাসের ফিফটি

দলের পরাজয়ে ম্লান লিটন দাসের ফিফটি

দলের পরাজয়ে ম্লান লিটন দাসের ফিফটি

লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাবের ২২২ রানের জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অগ্রণী ব্যাংকের ক্রিকেটাররা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুলশান। দলীয় ১৩ রানে জাওয়াদ আবরারকে আউট করে প্রথম উইকেট তুলে নেন রবিউল হক। রুয়েল মিয়ার শিকার হয়ে আরেক ওপেনার আজিজুল হাকিম তামিম ফেরেন ১২ রান করে।

৩ এ নেমে ৫ চার ও ১ ছয়ে ৬২ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন লিটন দাস। তাইবুর রহমানের বলে ক্যাচ দিয়ে লিটন ফিরে যাবার পর আর কেউ বড় রান করতে পারেননি। গুলশানের হয়ে উল্লেখযোগ্য খালিদ হাসান ২৩, মুমিনুল ইসলাম ২২ ও হাবিবুর রহমান খেলেন ২১ রানের ইনিংস। 

১ ওভার আগেই ২২২ রানে অলরাউট হয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংকের হয়ে ২৮ রান দিয়ে ৩ টি উইকেট পান আরিফ আহমেদ। ২ টি করে উইকেট পান রবিউল হক ও রুয়েল মিয়া।

২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন সাদমান ইসলাম। ৩ রান করে ফেরেন ইমরুল কায়েস ও। তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি  গড়ে দলকে জয়ের বন্দরে এগিয়ে দেন ইমরানুজ্জামান ও অমিত হাসান।

৯৮ বলে ৭৫ রান করে রান আউটের ফাঁদে পড়েন ইমরানুজ্জামান। তার ইনিংসে ছিলো ৫ টি চার ও ২ টি ছক্কা। অমিত হাসান করেন ৬৩ রান। তারপর মার্শাল আইয়ুব ও তাইবুর রহমানের হার না মানা জুটিতে জয় পায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মার্শাল আইয়ুব অপরাজিত থাকেন ৪০ রানে এবং তাইবুর রহমান ৩৫ রানে। গুলশানের হয়ে ২ টি উইকেট পান মেহেদী হাসান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three