দুই হারের পর জয়ের মুখ দেখল দুর্বার রাজশাহী
-
1
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
2
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
3
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
-
4
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা
-
5
নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ, সিরিজে ক্যারিবীয়দের ছাড় দিল না কিউইরা
দুই হারের পর জয়ের মুখ দেখল দুর্বার রাজশাহী
দুই হারের পর জয়ের মুখ দেখল দুর্বার রাজশাহী
টানা দুই জয়ে উড়তে থাকা খুলনা টাইগার্স পেল এবারের বিপিএলে প্রথম পরাজয়ের স্বাদ। দুই ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ১৭৯ রানের টার্গেট টপকাতে নেমে খুলনা টাইগার্সের ইনিংস থামে ১৫০ রানে। রাব্বি, বার্ল, আকবর আলির দাপুটে ব্যাটিংয়ের পর বোলারদের সৌজন্যে খুলনা জিতল ২৮ রানে।
রায়ান বার্ল, ইয়াসির আলি চৌধুরী রাব্বির ব্যাটিং দৃঢ়তার পর শেষবেলায় আকবর আলিরর ক্যামিওতে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দুর্বার রাজশাহী। মাত্র ৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন আকবর। রায়ান বার্ল মাঠ ছাড়েন ২৯ বলে ৪৮ রান করে।
এর আগে ২৫ বল খেলা ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৪১ রান। ৩ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান ইয়াসির। ওপেনিং জুটিতেও অবশ্য দারুণ শুরু পায় দুর্বার রাজশাহী। মোহাম্মদ হারিস ২৭, জিশান আলম আউট হন ২৩ রান করে। তবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক এনামুল হক বিজয়। ৮ বল খেলা বিজয় রান পেয়েছেন ৭, এসএম মেহেরব ৭ বলে পাঁচ করতেই মেহেদী হাসানের মিরাজের ডেলভারিতে বোল্ড।
১৩.৪ ওভারে একশো রান পূর্ণ করা দুর্বার রাজশাহী পরের ৭৮ রান নিয়েছে ৩৮ বলে। শেষদিকের তান্ডবেই রাজশাহী পায় খুলনাকে চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ। বলে হাতে এদিন খুলনার স্পিনার নাসুম আহমেদ ৩ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনির শিকার ১টি করে উইকেট।
১৭৯ রানের টার্গেট টপকাতে নেমে জিশান আলমের শুরুর ওভারেই নেই খুলনা টাইগার্সের অজি ওপেনার উইলিয়াম বোসিস্তো (৬)। তিনে নামা ক্যাপ্টেন মিরাজও প্যাভিলিয়নে ফিরে গেছেন দ্রুত। বাউন্ডারি বিহীন ৭ বলের ইনিংসে মিরাজ রান করতে পারেন কেবল ১। ধীরগতির ২৮ বলের ইনিংসে ২৪ রান করতে পারেন নাইম শেখ। সেট হয়ে গিয়েও ওপেনারের এমন বিদায়ে আরও বিপাকে পড়ে দলটি।
আফিফ হোসেন ধ্রুব শুরুর বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেন। দারুণ সব স্ট্রোক্সে দলের সংগ্রহও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত ৩৩ রানে সোহাগ গাজীর বলে জিশানের হাতে ক্যাচ তুলে হারান উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স। আর তাতেই দুর্বার রাজশাহী পেল ২৮ রানের স্বস্তির জয়।
