টানা দুই জয়ে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশের মেয়েরা
-
1
বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, কেকেআরকে বিসিসিআইয়ের নির্দেশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই জাকের আলি
-
3
মুস্তাফিজ ইস্যুতে অফিসিয়াল বিবৃতি দিলো কেকেআর
-
4
বিপিএলে অবহেলার পরও ধন্যবাদ রংপুরকে, পারফরম্যান্সে কথা বললেন মাহমুদউল্লাহ
-
5
মুস্তাফিজ বাদ, বিসিবি সভাপতি বুলবুলের কাছে এখনও নিশ্চিত তথ্য নেই
টানা দুই জয়ে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশের মেয়েরা
টানা দুই জয়ে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশের মেয়েরা
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। এর আগে শ্রীলঙ্কার কাছে সিরিজের প্রথম ২ টি ম্যাচে হেরেছিল যথাক্রমে ৫ উইকেট এবং ৬৫ রানে। তৃতীয় ম্যাচে ৪ উইকেটে লঙ্কান অনূর্ধ্ব ১৯ নারীদের হারিয়ে জয়ের ধারায় ফেলে বাংলাদেশ। আর শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ এ সমতা রেখে শেষ করলো জুনিয়র টাইগ্রেসরা।
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ রানে আউট হন ফাতেমা ছোঁয়া। সুমাইয়া আক্তার সূবর্না ফেরেন ১৩ রানে। ২০ রানে রান আউটের ফাঁদে পরে ওপেনার মোসাম্মাত ইভা। ৫৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
তারপর দলের হাল ধরেন আফিয়া আসিমা এবং জান্নাতুল মাওয়া। আফিয়া করেন ২৩ বলে ২১ রান এবং মাওয়া করেন ২৭ বলে ২৪। শেষ দিকে সাদিয়া আক্তার খেলেন ৯ বলে ১৫ রানের ইনিংস। ইনিংসের ১ বল আগেই ১২৬ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল।
১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই ২ টি উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কান নারীরা। ২৫ রানে ফেরেন অধিনায়ক মানুদি নানাইয়াককারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
এক প্রান্ত আগলে ধরে রাখেন হিরুনি হানসিকা। উইকেট হারানোর সাথে সাথে রানের গতিও কমে যায় লঙ্কানদের। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে আঁটকে যায় তাদের ইনিংস। হিরুনি অপরাজিত থাকেন ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো ৫ টি চার ও ২ টি ছয়। বাংলাদেশের পক্ষে ৩ টি উইকেট নেন জান্নাতুল মাওয়া।
