Image

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান

অবশেষে জিতল নতুন পাকিস্তান দল। নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে হারের পর জয়ের দেখা পেল সালমান আগার দল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের জয়ের নায়ক ওপেনার হাসান নওয়াজ। ৪১১ রানের ম্যাচ ৯ উইকেটে জিতল পাকিস্তান। 

অভিষেকের প্রথম দুই ম্যাচে দুই ডাক, তৃতীয় ম্যাচে নেমে রানের দেখা পেয়েই ক্ষান্ত হননি; করলেন রেকর্ড সেঞ্চুরি। বাবর আজমের রেকর্ড ভেঙে ৪৪ বলে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এখন হাসান নওয়াজের নামে। ৪৫ বলে ১০৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এরপর নেন ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার।  

অকল্যান্ডে এদিন আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২০৪ রানে। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে কেবল এক উইকেট হারিয়েই জয়ে পৌঁছে যায় পাকিস্তান। হাসান নওয়াজের সেঞ্চুরি ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক সালমান আগা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three