দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের হেড কোচ শুকরি কনরাড
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
‘বাংলাদেশ তো চ্যাম্পিয়ন’ ভুল জানতেন আফগান কোচ
- 3
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 4
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল
- 5
রাজনৈতিক সংবেদনশীলতায় সংহতি, হ্যান্ডশেক না করা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া ভারতীয় অধিনায়ক ও পাকিস্তান কোচের

দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের হেড কোচ শুকরি কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের হেড কোচ শুকরি কনরাড
দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেট দলের সব ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শুকরি কনরাড। এতদিন তিনি শুধু টেস্ট দলের দায়িত্বে ছিলেন, এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচিংও তার ওপর ন্যস্ত হলো।
এই পদে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন রব ওয়াল্টারের, যিনি পারিবারিক কারণে দায়িত্ব ছাড়েন।
নতুন দায়িত্ব পেয়ে কনরাড বলেন, "টেস্ট দলের কোচিং ছিল আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে বড় গর্বের বিষয়, এবং এখন সাদা বলের দলগুলোর দায়িত্ব নেওয়া একটি বিশেষ সম্মানের বিষয়।"
তিনি আরও বলেন, "দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে অসাধারণ প্রতিভা রয়েছে, এবং আমি বিশ্বাস করি আমরা কিছু বিশেষ অর্জন করতে পারি।"
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক এনক নকওয়ে জানিয়েছেন, টেস্ট দল পরিচালনার অভিজ্ঞতা ও খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্কের কারণেই কনরাডকে এই দায়িত্বে আনা হয়েছে।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকা লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। এরপর জুলাইয়ে তারা জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। কনরাডের কোচিং চুক্তি চলবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।