তামিমের ফিফটি আর মালানের ব্যাটে বরিশাল জিতল ৮ উইকেটে
তামিমের ফিফটি আর মালানের ব্যাটে বরিশাল জিতল ৮ উইকেটে
তামিমের ফিফটি আর মালানের ব্যাটে বরিশাল জিতল ৮ উইকেটে
ঢাকা, সিলেট পেরিয়ে বিপিএল এখন চট্টগ্রামে। বন্দর নগরীতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আগে ব্যাটিং বেছে নিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। গেল ম্যাচেই অবশ্য তারা জিতেছিল ১৪৯ রানের রেকর্ড ব্যবধানে। পরের ম্যাচে ফের ব্যাটিং বিপর্যয়ে ডুবে যাওয়া দলটি ফরচুন বরিশালের কাছে হারল ৮ উইকেটে। তামিম ইকবালের ফিফটি আর মালানের অপরাজিত ৪৯ রানে ৪ ওভার হাতে রেখে বরিশালের দাপুটে জয়।
১২০ বলে ১৪০ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলেন নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের এই ওপেনার এবারের বিপিএলে ৫ ম্যাচে রান করেছেন কেবল ৫৬। দলীয় ৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর তিনে নামা ডেভিড মালানকে নিয়ে জুটি গড়েন তামিম ইকবাল। ৪৪ বলে পঞ্চাশ পূর্ণ করে তামিম আরও ভয়ংকর হয়ে উঠেন।
২০২৫ বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে এক রানের জন্য ফিফটি হাঁকাতে না পারলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালান। দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়ে ব্যক্তিগত ৬১ রানে আউট হন তামিম ইকবাল। এরপর জাহানদাদ খান ৪ বলে ১৩ রানের ক্যামিও খেললে ৪ ওভার আগেই বরিশাল ম্যাচ জিতে যায় ৮ উইকেটে। ৪১ বলে ৪৯ রানের ইনিংসে অপরাজিত থাকেন মালান।
চট্টগ্রামের মাঠে বিপিএলের প্রথম খেলায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিম, লিটন দাসের ওপেনিং জুটিতে শুরুটা দারুণভাবে হলেও মুহূর্তেই ঢাকার ব্যাটিংয়ে ছন্দপতন। ১৭ বলে ১৩ রানে লিটন দাস উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ হলে তিনে নামা মুনিম শাহরিয়ার হন ডাক।
ঢাকার নামিবিয়ার খেলোয়াড় জেন কটজে বিপিএল অভিষেকে কেবল ৮ রান করলেন। সাব্বির রহমান ১০ বলে সমান ১০ রান করলেও অধিনায়ক থিসারা পেরেরা আউট হয়েছেন শূন্য রানে। মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে কেবল ১১ রান। তবে ব্যতিক্রম কেবল তানজিদ তামিম, ৩৯ বলে ফিফটি হাঁকিয়ে তিনি একাই টানতে থাকেন দলের সংগ্রহ।
ইনিংসের ১৭তম ওভারে ব্যক্তিগত ৬২ রানে তামিম উইকেট হারালে রানের চাকায় গতি কমে ঢাকার। শেষ দিকে অবশ্য ফারমানউল্লাহ সাফি ১৬ বলে ২২ রানের ক্যামিও খেলে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ ১৩৯ রানে পৌঁছে দেন। ফরচুন বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান স্পিনার তানভীর ইসলাম।