Image

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

আর ৯ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের পর এবারই প্রথম এই মেগা ইভেন্ট মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি আজ এক বিবৃতিতে কোন ম্যাচে কে কে দায়িত্ব পালন করবে; ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে। মোট দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা, একটি করে ম্যাচে থাকবেন ফোর্থ আম্পায়ার ও টিভি আম্পায়ারের চেয়ারে। 

আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা যাবে উদ্বোধনী ম্যাচেই। রিচার্ড কেটেলবোরোকে নিয়ে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন শরফুদ্দৌলা সৈকত। 

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন।  চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এরপর ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফোর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন। 

২৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আবার অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ফিরবেন শরফুদ্দৌলা। আফগানিস্তান-ইংল্যান্ডের এই ম্যাচে শরফুদ্দৌলা সৈকতের সাথে মাঠে থাকবেন জোয়েল উইলসন। এরপর ১ মার্চ করাচিত দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে শরফুদ্দৌলা বসবেন টিভি আম্পায়ারের চেয়ারে। 

তবে বাংলাদেশের কোনো ম্যাচে দায়িত্বে থাকবেন না শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three