Image

আইপিএলে কত জন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে? এখনও নিশ্চিত নয় ভারতীয় বোর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে কত জন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে? এখনও নিশ্চিত নয় ভারতীয় বোর্ড

আইপিএলে কত জন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে? এখনও নিশ্চিত নয় ভারতীয় বোর্ড

আইপিএলে কত জন বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে? এখনও নিশ্চিত নয় ভারতীয় বোর্ড

৯ দিনের বিরতির পর ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু সেখানে কি সব বিদেশিকে পাওয়া যাবে? সেটা নিয়ে সংশয় বাড়ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকায় আইপিএলের প্লে-অফে জস বাটলার, জ্যাকব বেথেল ও উইল জ্যাকসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। অস্ট্রেলিয়ার পর এবার বেঁকে বসল দক্ষিণ আফ্রিকাও।

আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১১ জুন থেকে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আইপিএলের ফাইনাল ৩ জুন। অর্থাৎ, ফাইনালে খেললে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার কেউ, তাহলে মাত্র সাতদিন সময় পাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। ইতিমধ্যে ফাইনালের দলও ঘোষণা করে দিয়েছে তারা।  

সানরাইজার্স হায়দরাবাদের দুই অজি ক্রিকেটার প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড পুরো আইপিএল খেলতে রাজি হয়েছেন। কিন্তু অধিকাংশই এই পরিস্থিতিতে ফিরে আসতে চাইছেন না। পেসার মিচেল স্টার্ক দিল্লির বোলিংয়ের মূল শক্তি। যারা প্লে অফের দৌড়ে রয়েছে। জশ হ্যাজেলউড বেঙ্গালুরুর হয়ে খেললেও তাঁর চোট রয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে খেলা জশ ইংলিশও আর আইপিএল ফিরতে রাজি নন। 

এছাড়া কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি বাড়ি ফিরেছেন। কবে তারা ভারতে আসবেন তা স্পষ্ট না এখনও। প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক আদৌ ফিরবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। 

আইপিএলে খেলার জন্য ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। গতকাল দল ঘোষণার পর প্রোটিয়াদের কোচ পরিষ্কার দিনক্ষণ বেঁধে দিলেন, কবের মধ্যে সে দেশের প্লেয়ারদের আইপিএল ছেড়ে ফিরতে হবে। আইপিএলে খেলার জন্য ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।

কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), লুঙ্গি এনগিডি (আরসিবি), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (এলএসজি), রায়ান রিকেলটন, করবিন বশ (মুম্বাই ইন্ডিয়ান্স), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস) এবং উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দ্রাবাদ) টেস্ট দলের সাথে যুক্তরাজ্যে যাওয়ার আগে আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন। 

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলে আইপিএলের ৫ ক্রিকেটার। গুজরাট টাইটান্সের জস বাটলার, মুম্বাই ইন্ডিয়ান্সের উইল জ্যাকস ও বেঙ্গালুরুর জ্যাকব বেথেল এখনও আছেন প্লে-অফের দৌড়ে। জোফরা আর্চার (রাজস্থান রয়্যালস) ও জেমি ওভারটন (চেন্নাই সুপার কিংস)-কেও ইংল্যান্ডের স্কোয়াডে রাখা হয়েছে, তবে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড (আরসিবি) ও শেরফেইন রাদারফোর্ডকেও (গুজরাট টাইটান্স) আইপিএলের শেষ দিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দলটির আরেক ক্রিকেটার শামার জোসেফের (লখনৌ সুপার জায়ান্টস) ফ্র্যাঞ্চাইজির যদিও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কম।

নতুন করে সূচি হওয়া আইপিএলের প্লে-অফ শুরু হবে আগামী ২৯ মে। আগামী ৩ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। এদিকে ক্যরিবিয়ানদের বিপক্ষে ২৯ মে প্রথম ওয়ানডে, ১ জুন দ্বিতীয় ওয়ানডে ও শেষটি অনুষ্ঠিত হবে ৩ জুন; যেদিন আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। তাই ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three