Image

২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

২০২৫ গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এক বিবৃতিতে জিএসএল টি-টোয়েন্টি নিশ্চিত করে, বর্তমান চ্যাম্পিয়নরা ফিরে এসেছে! টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১০ জুলাই। 

গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গায়ানা যাচ্ছে রংপুর রাইডার্স। ২০২৫ সালের সংস্করণটি এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ক্রিকেট ভিক্টোরিয়াকে পরাজিত করে ২০২৪ সালে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন শিরোপা জিতে বিপিএলের রংপুর রাইডার্স। 

এই বছরের গ্লোবাল সুপার লিগের ইভেন্টটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। রংপুর রাইডার্স ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস।

২০২৪ সালের জিএসএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান, যার বিচক্ষণ নেতৃত্ব তাদের সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের অন্যতম তারকা ব্যাটার সৌম্য সরকার জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। 

পাঁচ ইনিংসে সৌম্য ১৮৮ রান সংগ্রহ করেন। অন্যদিকে কামরুল ইসলাম রাব্বি বোলিং আক্রমণের নেতৃত্ব দেন এবং দলের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সাতটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three