Image

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার দলে ফিরেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অজিরা।

দলের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ফিরেছেন ইনজুরি কাটিয়ে। আগামী মাসে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ফাইনাল ম্যাচে অংশ নেবে অজিরা।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি কামিন্স ও হ্যাজেলউড। ক্যামেরুন গ্রিনও পিঠের অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন। তিনজনই এবার ফাইনালের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন।

২০২৩ সালে ভারতের বিপক্ষে ওভালে শিরোপা জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হতে যাওয়া ফাইনালের জন্য অভিজ্ঞ ও পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে তারা। প্যাট কামিন্সের সঙ্গে বোলিং বিভাগে থাকছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও জশ হ্যাজেলউড। স্পিন বিভাগে রয়েছেন নাথান লায়ন ও ম্যাট কুহনেম্যান।

দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাস। ব্যাটিং বিভাগে উসমান খাজা, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড ও জশ ইংলিসের সঙ্গে একাদশে জায়গা পেতে লড়াই করবেন ক্যামেরুন গ্রিন ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।

প্রথম পছন্দের উইকেটকিপার অ্যালেক্স ক্যারির বিকল্প হিসেবে দলে আছেন জশ ইংলিস। ব্রেন্ডন ডগেট ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডের সঙ্গে থাকবেন। একই স্কোয়াড পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করবে, যা শুরু হবে ২৬ জুন থেকে।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি মনে করছেন, ডব্লিউটিসি শিরোপা ধরে রাখার মতো ভারসাম্যপূর্ণ দলই এখন তাদের হাতে রয়েছে।

তিনি বলেন, 'প্যাট, জশ ও ক্যামেরন গ্রিনকে দলে ফিরে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। শ্রীলঙ্কায় দারুণ এক সিরিজ জয়ের মাধ্যমে দল ডব্লিউটিসি চক্র শেষ করেছে, যেখানে ভারতের বিপক্ষে দশ বছর পর ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্বও রয়েছে।'

'এই ধারাবাহিক পারফরম্যান্স আমাদের দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছার সুযোগ এনে দিয়েছে। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও সম্মানের।'

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে ফাইনালের আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অস্ট্রেলিয়া।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেইন, নাথান লায়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।

ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

Details Bottom