Image

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না আকবর আলি; সিরিজ ১-১ সমতায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না আকবর আলি; সিরিজ ১-১ সমতায়

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না আকবর আলি; সিরিজ ১-১ সমতায়

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না আকবর আলি; সিরিজ ১-১ সমতায়

১০ রানে জিতে রাজশাহীতে সিরিজ ১-১ সমতায় আনলো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। প্রথম ম্যাচে ৩০১ রান করেও ম্যাচ হারতে হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে। দ্বিতীয় ওয়ানডেতে তাই সংগ্রহটা আরও বড় করলো সফরকারীরা। আর তাতেই যেন প্রোটিয়ারা রাজশাহীর হোম ক্রাউডের বিপরীতে মিলল স্বস্তির এক জয়। ৩৩২ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থামে ৩২২ রানে। পেসার আন্দিলে সিমেলানে মাত্র ৫৬ রান খরচায় শিকার করেন স্বাগতিকদের ৫ উইকেট। 

টানা দুই ম্যাচে তিনশোর বেশি রান তাড়া জেতা হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। উইকেটে এসে এদিন শুরু থেকেই ঝড় তোলেন অধিনায়ক আকবর আলি। তবে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আকবর উইকেট হারাতেই কঠিন হয়ে যায় বাংলাদেশের ম্যাচ জয়ের সমীকরণ। শেষ পর্যন্ত ৩২২ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

৩৩৩ রানের টার্গেট টপকাতে নেমে উড়ন্ত শুরু পেয়েও বাংলাদেশ মোমেন্টাম ধরে রাখতে পারেনি।  উদ্বোধনী জুটিতে ২৬ রান পায় বাংলাদেশ। ৮৯ বলে ৮৭ করে আগের খেলায় ম্যাচসেরার পুরস্কার জেতা ওপেনার মাহফিজুল ইসলাম রবিন আজ বিদায় নিয়েছেন ইনিংসের শুরুতেই। তৃতীয় ওভারে ক্যাচ তুলে ফেরার আগে মাহফিজুলের ব্যাট থেকে আসে ১০ রান। তিনে নামা রায়ান রাফসানও উইকেট হারান দ্রুত। ২০ বল খেলে থিতু হওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন রাফসান, রান করেন কেবল ৯। 

তবে ব্যতিক্রম ছিলেন জিশান আলম। তার ব্যাটের দারুণ সব স্ট্রোক্সে শুরুর ধাক্কাটা সামলায় বাংলাদেশ ইমার্জিং দল। ৫ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ফিফটি ছুঁয়ে পরের বলেই উইকেট হারিয়ে ফেলেন জিশান। হতাশা সঙ্গী করে ওপেনার জিশান ফিরে যান প্যাভিলিয়নে। এরপর আরিফুল ইসলামকে সঙ্গ দিতে এসে অধিনায়ক আকবর আলি দাপট দেখান, প্রোটিয়া বোলারদের কোনো প্রকার সুযোগই দেননি আকবর। 

আকবর আলি শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান। তবে পুরোপুরি বিপরীত ছিলেন আরিফুল ইসলাম, একপ্রান্ত আগলে রেখে জুটি বড় করাতে মনোযোগ দেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আন্দিলে সিমেলানের শর্ট বলের ফাঁদে পড়েন। ৩৫ রানে থাকা আরিফুল সিমেলানের এক ডেলিভারি বল পুল খেলতে গিয়ে হয়েছেন ক্যাচ। দলীয় ১৯৫ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ, ভাঙে আকবর-আরিফুলের ১১১ রানের পার্টনারশিপ। 

একপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এরমাঝেই ৮৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন আকবর আলি। তবে ব্যক্তিগত ১৩১ রানে আকবর আউট হলে রিজওয়ানও ফিরে যান দ্রুত। ১১০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১৩১ রান করে তিনি আউট হন দলকে ২৯১ রানে রেখে। 

অধিনায়কের বিদায়ের পর শেষ ৪ ওভারে ৩২ রান দরকার ছিল বাংলাদেশ ইমার্জিংয়ের। শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি হতাশ করলে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে নেমে আসে ১২ রানের সমীকরণ, এইটাও মেলাতে পারেনি বাংলাদেশ ইমার্জিং। ৩২২ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারলো ১০ রানে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এর আগে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকারা ৪৯ রান তুলতেই হারিয়ে ফেলে ২ উইকেট। কনর বয়েড এস্টারহুইজেন ও আন্দিলে চার্লস মোগাকানের ব্যাটে শুরুর ধাক্কাটা সামলায় দক্ষিণ আফ্রিকা।  এস্টারহুইজেন ঝড়ো ৯১ ও শেষ দিকে চার্লস মোগাকানের ৫৫ রানের পর শেষদিকে তাণ্ডব চালান ডায়ান ফরেস্টার। আর তাতেই ৭ উইকেটে ৩৩২ রান করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। 

বল হাতে বাংলাদেশ ইমার্জিং দলের শেখ পারভেজ জীবন উইকেটশূন্য থাকলেও ১০ ওভারে রান দেন কেবল ২৭। রিপন মণ্ডল ৮ ওভারে ৫৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাহফিজুর রাব্বি ২ উইকেট নিতে রান খরচ করেন ৭৫। এ ছাড়া ৮ ওভারে ৬৫ রান দেওয়া মারুফ মৃধাও পেয়েছেন ২ উইকেট। বাকি ১টি উইকেট যায় চৌধুরী রিজওয়ানের দখলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three