আইপিএলের সাথে একই দিনে শুরু হচ্ছে পিএসএল
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

আইপিএলের সাথে একই দিনে শুরু হচ্ছে পিএসএল
আইপিএলের সাথে একই দিনে শুরু হচ্ছে পিএসএল
ভারত-পাকিস্তান অস্থিরতা কেটেছে, আবারও মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ ২০২৫ এর বাকি অংশ শুরুর দিনক্ষণ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আইপিএলের মতোই একই দিনে পিএসএলও আগামী ১৭ মে পুনরায় শুরু।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন অবদি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজের এক্স হ্যান্ডলে, পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনাল ম্যাচের দিন-তারিখ জানিয়েছেন। পিসিবি শীঘ্রই আরও বিস্তারিত ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
পিএসএল ২০২৫ ১৭ মে পুনরায় শুরু হবে এবং ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত ম্যাচের তালিকা বা ভেন্যু নিয়ে পিএসএল কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে মহসিন নাকভির ঘোষণাটি নিশ্চিত করে যে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে পিএসএল শেষ হবে।
ভারতের সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে স্থগিত হওয়া লিগের এখনও আটটি খেলা বাকি আছে। পাকিস্তানেই বাকি ৮টি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর। পিএসএলের বাকি অংশের এই খেলা বাংলাদেশের পাকিস্তান সফরেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ দলের ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা এবং ২৫ মে থেকে শুরু পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে। বিসিবি জানিয়েছে তারা এখনও এই সফর নিয়ে আলোচনা করছে পিসিবির সাথে।