Image

খালেদের ৪ উইকেট, এনামুলের ৩; দিন শেষে নিউজিল্যান্ডের রান ২২৬

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খালেদের ৪ উইকেট, এনামুলের ৩; দিন শেষে নিউজিল্যান্ডের রান ২২৬

খালেদের ৪ উইকেট, এনামুলের ৩; দিন শেষে নিউজিল্যান্ডের রান ২২৬

খালেদের ৪ উইকেট, এনামুলের ৩; দিন শেষে নিউজিল্যান্ডের রান ২২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ তুলে নিয়েছে ৮ উইকেট। বিপরীতে ৬৪ ওভার ব্যাট করে কিউইরা স্কোরবোর্ডে রান জমা করেছে ২২৬। স্পিনারদের উইকেটশূন্য থাকার দিনে ৩ পেসার মিলে দখলে নেন প্রতিপক্ষের হারানো ৮ উইকেটের সবক'টি।

জাতীয় লিগের সবশেষ আসরে আলো ছড়ানো এনামুল হক এবার 'এ' দলের জার্সিতেও দুর্দান্ত। জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার এনামুল সিলেটে প্রথম দিনে ৯ ওভার বল করে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের শিকার ৪ উইকেট।

নিউজিল্যান্ড 'এ' দল দিনটা শেষ করেছে ৮ উইকেটে ২২৬ রান নিয়ে— ক্রিজে ১০৬ বলে ৬৮ রান করা মিচ হে'র সঙ্গী ২১ বলে ১১ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ক। বাকি ২ উইকেট তুলে নিতে পারলে টাইগারদেরে দিনটা শেষ হওয়ার কথা ছিল দাপট দেখিয়ে।

একপর্যায়ে ১০১ রানেই ৬ উইকেট হারিয়ে দুই শর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। ওয়ানডে সিরিজে দাপট দেখানো ডিন ফক্সক্রফট সাদা পোশাকেও ব্যাট হাতে দলকে স্বস্তি দেন। ফক্সক্রফট ব্যক্তিগত ৪৭ রানে আউট হলে মিচ হে'র ব্যাটে এগিয়ে যেতে থাকে কিউইরা। 

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড 'এ'। রাইস মারিউ ১৩, অধিনায়ক জো কার্টার উইকেট হারান ব্যক্তিগত ১৭ রানে। তিনে নামা নিক কেলি ৪০ বলে ২০ রান করে এবাদত হোসেনের লেগ বিফোরের ফাঁদে উইকেট হারান। 

এনামুল হকের পেস সামলাতে ব্যর্থ হয়ে মোহাম্মদ আব্বাস (৫ রান) ক্যাচ দেন উইকেটকিপারের গ্লাভসে। এরপর ম্যাথু বয়েলের ব্যাট থেকে আসে ১৪, জশ ক্লার্কসন এনামুলের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প হারান ১৬ রান নিয়ে। ডিন ফক্সক্রফট ৩ রানের জন্য মিস করেন ফিফটি। এরপর ৩ রানে থাকা আদি আশোককে বিদায় করে খালেদ আহমেদ দখলে নেন ৪র্থ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three