Image

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিডি। ফাইনালের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সম্ভাব্য সেরাদের সবাই ডাক পেয়েছেন। তবে ছিটকে গেছেন আনরিখ নরকিয়া, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি।  

আগামী ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৈশ্বিক শিরোপা জেতার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে ফাইনালের আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অস্ট্রেলিয়া।

 ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি, যা দলের জন্য বড় স্বস্তির খবর। গত গ্রীষ্মে কুঁচকির চোটে মাঠের বাইরে চলে যান এনগিডি। যদিও এ বছরের শুরুতে সাদা বলের ক্রিকেট দিয়ে ফিরেছেন তিনি, খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও। নির্বাচকরা মনে করছেন, এখন তিনি পুরোপুরি ফিট এবং টেস্ট ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে প্রস্তুত।

শেষবার পাকিস্তানের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন দুইজন—পেসার কেউইনা মাফাকা ও ব্যাটার ম্যাথু ব্রিটস। তাদের জায়গায় এসেছেন এনগিডি ও ডানহাতি ব্যাটার ডেভিড বেডিংহাম। দলের ব্যাটিং লাইনআপে আছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস ও অধিনায়ক বাভুমা। মিডল অর্ডারে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল। উইকেটকিপার হিসেবে থাকবেন কাইল ভেরেইনে।

পেস আক্রমণে রাবাদা, এনগিডি, প্যাটারসন ও করবিন বশের মতো অস্ত্র আছে। স্পিন বিভাগে আছেন কেশব মহারাজ ও সেনুরান মুথুসামি। অলরাউন্ড ভূমিকা রাখবেন উইয়ান মুল্ডার ও মার্কো জানসেন।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three