এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত

এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
ঢাকায় বৃহস্পতিবার বসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজনৈতিক টানাপোড়েনের আবহে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ভার্চুয়ালি যোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভায় ঠিক হবে আসন্ন এশিয়া কাপের ভাগ্য, যা সেপ্টেম্বর মাসে আয়োজিত হওয়ার কথা।
গত সপ্তাহজুড়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের জেরে বিসিসিআই এ সভা বর্জনের হুমকি দিয়েছিল। তবে বুধবার, একটি ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "বড় ভাইয়ের ভূমিকা নিয়েই আমরা ভার্চুয়ালি সভায় অংশ নেব।"
শুধু ভারত নয়, শ্রীলঙ্কাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় অংশ নিচ্ছে। জানা গেছে, আফগানিস্তান ও ওমানকে সভায় না আনতে কিছু চেষ্টাও হয়েছিল, যেন কোরাম পূরণ না হয়। তবে এসিসি সভাপতি মোহসিন নাকভির হস্তক্ষেপে সভা আয়োজন প্রশ্নবিদ্ধ হয়নি।
সভায় ২০২৫ এশিয়া কাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ‘অপারেশন সিন্দুর’ এর পরবর্তী পরিণতির অংশ হিসেবে এই আসরটি ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের বিষয়ে একমত হয়েছে সদস্য দেশগুলো। যদিও ভারতেই আসরটি আয়োজনের প্রস্তাব সভায় তোলা হতে পারে, তবে সব বোর্ডের সম্মতি অনুযায়ী আমিরাতই এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য ভেন্যু।
এজিএম শেষে এশিয়া কাপ আয়োজন ও অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।