Image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার

মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে রয়েছে একাধিক চমকও। জায়গা পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার বেন সিয়ার্স। 

গতকাল ১২ জানুয়ারি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতেও যাওয়া দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। আর এইদিনেই স্কোয়াড ঘোষণা করে ব্লাকক্যাপসরা। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড দল ঘোষণার বিবৃতিতে বলেন,"আমরা তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আশীর্বাদপুষ্ট। দল নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে কাঙ্ক্ষিত ফল পেতে আমরা সম্ভাব্য সেরা দল গঠন করেছি।"

অভিজ্ঞতা ও তারুণ্য নিয়ে গড়া এই দলে আছেন কেন উইলিয়ামসন। আইসিসির কোনো মেগা ইভেন্টে প্রথমবারের মত কিউইদের নেতৃত্ব দেবে মিচেল স্যান্টনার। তবে দলে নেই তারকা পেসার ট্রেন্ট বোল্ট। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিউইদের এই একই দলটি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে অবশ্য খেলতে পারবেন না লকি ফার্গুসন। তার বদলে স্ট্যান্ডবাই হিসেবে নেয়া হয়েছে জ্যাকব ডুফিকে। কিউইদের এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ ও ১০ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচের তারিখ ১৪ ফেব্রুয়ারি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সেখানে নিউজিল্যান্ডের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ১৪ ফেব্রুয়ারি এবং ২ মার্চ।

নিউজিল্যান্ডের স্কোয়াড-

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।

Details Bottom
Details ad One
Details Two
Details Three