বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, কিছুই জানে না বিসিবি
বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, কিছুই জানে না বিসিবি
বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, কিছুই জানে না বিসিবি
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। সকাল থেকে গুঞ্জন- দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নাকি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার বিসিবি পরিষ্কার করল তাদের অবস্থান। বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কিছুই জানে না ক্রিকেট বোর্ড।
চলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্ধ্যায় নিশ্চিত করল, তাদের পক্ষ থেকে এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই।
বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দুর্বার রাজশাহী দলের সদস্য ক্রিকেটার এনামুল হক বিজয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয়ে, বিশেষ করে দুর্নীতিবিরোধী বিধি সম্পর্কিত বিষয়ের কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞার’ সম্মুখীন করেছেন।’
‘বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিসিবির জানা নেই এবং আনুষ্ঠানিকভাবে তার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে - এমন কোনো বিজ্ঞপ্তিও বিসিবি পায়নি। বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনেরও অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধির কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে। বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ) বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, বিসিবি এসিইউ-এর তদন্ত কার্যক্রমকে আরও সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’