Image

আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে খুলনা। মিরাজদের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও যা ঢাকার জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খানের উপস্থিতিও দলটাকে জেতাতে পারেনি। আগামী আসরে আরও শক্তিশালী হয়ে ফেরার আশার কথা শোনালেন শাকিব খান। 

টানা ব্যর্থতার কারণে আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ১২ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছে তারা। আজ নিজেদের শেষ ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন ঢাকার মালিক শাকিব খান। 

২০২৫ বিপিএল যাত্রা শেষ করে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, 'এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করা চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।'

'যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন - আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।'

'ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three