ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশের মেয়েরা
ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশের মেয়েরা
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের নারীরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে জয় তুলে নেয় স্বাগতিকরা।
ওয়ার্নার পার্কে শনিবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী দল। ২৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে ১৩ রান করে আউট হন মুর্শিদা খাতুন। ১৬ বলে ২১ রানে ফেরেন আরেক ওপেনার দিলারা আক্তার। পাওয়ার প্লে তে ২ উইকেট হারিয়ে ৪৩ রান তোলে বাংলাদেশ।
তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান করেন নিগার সুলতানা। তাজ নেহার করেন ১০ রান। তাছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। তাই টাইগ্রেসদের থামতে হয় ১০৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ রান খরচা করে ৩ টি উইকেট শিকার করেন জানেলিয়া গ্লাসগো।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে ক্যারিবিয়ান নারীরা। তৃতীয় উইকেটে ২৮ রান তুলে ধাক্কা সামাল দেন ডিয়ান্দ্রা ডটিন ও জানেলিয়া গ্লাসগো। জানেলিয়া করেন ২৮ বলে ২৫ রান।
৬ষ্ঠ উইকেটে ৪৪ রান যোগ করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন সাবিকা গাজনাবি এবং জাইদা জেমস। ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন সাবিকা, জাইদা অপরাজিত থাকেব ১৪ রানে। ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের নারীরা।
বাংলাদেশের পক্ষে ২ টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। ম্যাচ সেরা হন জানেলিয়া গ্লাসসো। সিরিজ সেরা হন ডিয়ান্দ্রা ডটিন।