Image

দারুণ শুরু করেও নেপালকে মাত্র ১৮৪ টার্গেট দিল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: রাকিব হাসান

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 13 মিনিট আগে
দারুণ শুরু করেও নেপালকে মাত্র ১৮৪ টার্গেট দিল বাংলাদেশ

দারুণ শুরু করেও নেপালকে মাত্র ১৮৪ টার্গেট দিল বাংলাদেশ

দারুণ শুরু করেও নেপালকে মাত্র ১৮৪ টার্গেট দিল বাংলাদেশ

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ 'এ' দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দেখাল ব্যাটিং দাপট। 

নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের খোঁজে। নেপালকে ছুঁড়ে দিয়েছে ১৮৪ রানের বড় টার্গেট।

দুই ওপেনার নাইম শেখ আর জিশান আলমের ব্যাটিং ঝড়ে শুরুর ছয় ওভারে কোনপ্রকার সুযোগই পায়নি নেপালের বোলাররা। ইনিংসের ৭ম ওভারে সন্দ্বীপ লামিচানে এসে ভাঙেন বাংলাদেশের ৬০ রানের ওপেনিং জুটি। আগের ম্যাচে কেবল ৫ রান করা নাইম শেখ আজ করেছেন ১৮ বলে ২৫। 

নাইম শেখ দ্রুত বিদায় নিলেও উইকেটে দাঁড়িয়ে ঝড় তুলেন জিশান আলম। বাউন্ডারির চেয়ে ওভার বাউন্ডারি হাঁকান বেশি। দারুণ সব স্ট্রোক্সে সহজেই তুলে নেন ফিফটি। তবে ব্যক্তিগত ৭১ রানে উইকেট হারান ওপেনার জিশান, ৪৫ বলের এই ইনিংসে ছয় মারেন ৫টি। বিপরীতে জিশানের ব্যাট থেকে চার আসে ৪টি। 

ইনিংসের ১৩তম ওভারে জিশান আলমের বিদায়ের পর আফিফ হোসেন ধ্রুব উইকেটে এসে প্রথম ৩ বলে হাঁকান ৩ বাউন্ডারি। তবে পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ১১ রানে থাকা সাইফ হাসান। আগের ম্যাচে অবশ্য সাইফই খেলেছিলেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। 

আফিফ হোসেন তখন সঙ্গী হিসেবে পান অধিনায়ক নুরুল হাসান সোহানকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three