আমরা এর আগে বহুবার আফগানিস্তানকে হারিয়েছি: মিরাজ
আমরা এর আগে বহুবার আফগানিস্তানকে হারিয়েছি: মিরাজ
আমরা এর আগে বহুবার আফগানিস্তানকে হারিয়েছি: মিরাজ
প্রথম ওয়ানডেতে বাজে ভাবে হারের পর সিরিজে এবার ফিরতে চাইছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ। যদিও আফগানরা এখন সিরিজ নিশ্চিত করার সম্ভাবনা কল্পনা করবে। মেহেদী হাসান মিরাজ অবশ্য ভিন্ন কথা বলছেন, এক হারে 'সবকিছু হারিয়ে যায় না'।
দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ এসে বললেন, 'আফগানিস্তানের সাথে তো অনেকবার জিতেছি। ওয়ানডেতে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছি। দেশের মাটিতে সিরিজ জিতেছি। একটা ম্যাচ হেরে যাওয়ায় সব চলে গেছে এমন কিছু না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দল ভালো মানের, কখনও কোনো দলকে ছোট বলতে পারবেন না। আমরা চেষ্টা করছি। একটা ম্যাচ খারাপ হয়ে গেছে। উইকেট আশানুরূপ আচরণ করেনি। সেট ব্যাটারদের দায়িত্ব নেওয়া উচিৎ ছিল।'
২ উইকেটে স্কোরবোর্ড ১২০ রান, এমন সহজ জয়ের পথ থেকে ছিটকে গিয়ে পরের ২৩ রান করতে হারায় বাকি ৮ উইকেট। অধিনায়ক শান্ত প্রথমে সৌম্য, এরপর মিরাজকে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ ও ৫৫ রান। দলীয় ১২০ রানে অধিনায়ক শান্তর বিদায়ের পরই মূলত শেষ বাংলাদেশের ইনিংস। এরপর আর বেশিদূর এগিয়ে যেতে পারেননি মিরাজও।
দ্বিতীয় ওয়ানডের আগে মিরাজ বললেন যেমন ছিল প্রথম ওয়ানডেতে শারজাহর উইকেট, 'আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, আমাদের দুজনের কাছে সহজ উইকেট মনে হচ্ছিল। ২০ ওভারের পর বল যখন পুরনো ও নরম হয়ে গেল, হঠাৎ করে টার্ন শুরু হয়ে গেল বেশি। আমি আর শান্ত মাঝখানে খুব সংগ্রাম করছিলাম, সেট হওয়ার পরও। আমরা যেভাবে সেট ছিলাম, দুজনের যেকোনো একজনের উচিৎ ছিল ম্যাচ শেষ করা। যখন সমস্যা হচ্ছিল তখন শান্তকে বলেছিলাম, পরের ব্যাটারদের জন্য আরও সমস্যা হবে। হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে। ঐ সময় দু'জনই ভুল করেছি। এই উইকেটে সেট ব্যাটারদের শেষ করা উচিৎ ছিল।'