সারেতে অভিষেক দিনেই সাকিবের ৪ উইকেট
সারেতে অভিষেক দিনেই সাকিবের ৪ উইকেট
সারেতে অভিষেক দিনেই সাকিবের ৪ উইকেট
সারের জার্সিতে অভিষেক ম্যাচেই সাকিবের ফোর-ফার। টম অ্যাবেলকে বোল্ড করে ২১ ওভার পর প্রথম উইকেট পান সাকিব। এরপর শিকার করেন আরও তিন উইকেট। সাকিবের স্পিন ঘূর্ণিতেই সমারসেট অলআউট ৩১৭ রানে। সারের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিবই। বল হাতে নিজের সেরাটা দিয়েছেন, ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় সাকিবের দখলে ৪ উইকেট।
সাকিবের দুর্দান্ত বোলিংয়ের দিনে অবশ্য সেঞ্চুরি পেয়েছেন টম ব্যান্টন। সমারসেটের ব্যাটারদের মধ্যে বড় রানের ইনিংস খেলেন কেবল তিনিই। ১৩২ রান করে ব্যান্টন আউট হলে দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে বসে সমারসেট। সাকিবের ৪ উইকেট শিকারের দিনে পেসার ড্যানিয়েল ওরালের উইকেট ৩। শেষ ব্যাটার ব্রেট রান্ডেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সমারসেটের ইনিংস গুঁড়িয়ে দেন সাকিব। শেষ সাত ওভারে পাঁচ উইকেট নিয়েছে সারের বোলাররা। যার মধ্যে সাকিবের একার ৩ উইকেট।
সারেতে খেলা ক্যারিবীয় পেসার কেমার রোচ এদিন সকালে সাকিবকে দলের অভিষেক ক্যাপ পরিয়ে দেন। ইনিংসের শুরু থেকে সাকিবকে টানা বল করিয়ে যান অধিনায়ক ররি বার্নস। সাকিব আল হাসান অবশ্য নিজের ২২তম ওভারে এসে পান উইকেটের দেখা। সামারসেটের ব্যাটার টম অ্যাবেলকে প্যাভিলিয়নে ফেরান বোল্ড করে। সাকিবের আর্মার ডেলিভারির শিকার অ্যাবেল ১ রানের জন্য মিস করেন ফিফটি। উইকেট মেডেন করা সাকিব পরের ওভার করতে এসেও মেডেন দিয়ে যান। চাপে রাখেন সমারসেটের ব্যাটারদের।
প্রথম দিনের চা বিরতির আগেই সাকিব একাই করেন ২৮ ওভার। এরপর সাকিব নিজের ৩১তম ওভারে করেন জোড়া শিকার। ওভারের প্রথম ডেলিভারিতেই বোল্ড করেন ক্যাসি আলড্রিজকে। পঞ্চম বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন জেমি ওভারটন। দিনের খেলার শেষ ওভারে ফের সাকিবের হাতে বল। সমারসেটকে অলআউট করতে দরকার কেবল ১ উইকেটের। ওভারের পঞ্চম ডেলিভারিতে সাকিব লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্রেট রান্ডেলকে। আর তাতেই ৩১৭ রানে শেষ সমারসেটের প্রথম ইনিংস।
পাকিস্তান ও ভারত সফরের মাঝের সময়টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সমারসেটের বিরুদ্ধে সারের জার্সিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচের প্রথম দিনে বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব।