Image

দাপট দেখিয়েই চলেছেন শরিফুল, তবুও হারছে তার দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দাপট দেখিয়েই চলেছেন শরিফুল, তবুও হারছে তার দল

দাপট দেখিয়েই চলেছেন শরিফুল, তবুও হারছে তার দল

দাপট দেখিয়েই চলেছেন শরিফুল, তবুও হারছে তার দল

এলপিএলে উত্তেজনায় ঠাসা ম্যাচে শরিফুলদের ক্যান্ডি ফ্যালকন্সকে ৬ উইকেটে হারিয়েছে গল মার্ভেলস। এবারের এলপিএলে টানা দুই ম্যাচে শরিফুল ইসলাম শিকার করেন দু'টি করে উইকেট। কিন্তু দুই ম্যাচেই হার দেখল তার দল ক্যান্ডি ফ্যালকন্স। টানা তিন হারে ক্যান্ডির অবস্থান পয়েন্ট টেবিলের চারে। দলের পক্ষে শরিফুলই সবচেয়ে কম ইকনোমিতে বল করেছেন, ৪ ওভারের ডট দিয়েছেন সবচেয়ে বেশি ১১টি। 

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বল হাতে ভালোই করলেন শরিফুল ইসলাম। আগের ম্যাচে শরিফুল ইসলাম দুই উইকেট নিলেও ছিলেন খরুচে। আজ অবশ্য ৪ ওভারের কোটা শেষ করেন ৩২ রান খরচায়, দখলে নেন জোড়া উইকেট। শুরুর ওভারেই ফিরিয়ে দেন গলের ওপেনার নিরোশান ডিকওয়েলাকে। এরপর শরিফুল স্টাম্প ভাঙেন ভানুকা রাজাপাকসের। 

টসে হেরে আগে ব্যাট করতে নামা ক্যান্ডি ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে পায় ১৭৫ রানের সংগ্রহ। ৩ রানের মধ্যে দুই উইকেট, এরপর দলীয় ৩২ রানে ক্যান্ডি হারায় তাদের চতুর্থ উইকেট। তবে আন্দ্রে ফ্লেচার লড়াই চালিয়ে যান একা হাতে। মাঝে তাকে সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুস। 

৩৪ বলে ফিফটি হাঁকানো ফ্লেচার এরপর আর একটি রানও করতে পারেননি। শেষদিকে দলের সংগ্রহ টেনে নিয়ে যান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে রীতিমতো ঝড় বইয়ে দেন গল মার্ভেলসের বোলারদের ওপর। হাসারাঙ্গার হার না মানা ৬৫ রানের ইনিংসে ভর দিয়ে ক্যান্ডি স্কোরবোর্ডে পায় ১৭৫ রান। 

প্রতিপক্ষকে শুরুতেই বিপর্যয়ে ফেলতে বোলিংয়ে আনা হয় শরিফুল ইসলামকে। প্রথম ওভারের শুরুর পাঁচ ডেলিভারিতে ৩ বাউন্ডারি হজম করা শরিফুল শেষ বলে প্যাভিলিয়নের পথ দেখান নিরোশান ডিকওয়েলাকে। এরপর ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গী হন তিনে নামা টিম সেইফার্ট। এই জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় ক্যান্ডিকে। ৭৯ রানের জুটি অবশ্য ভাঙে ৩৮ রানে থাকা হেলসের বিদায়ে। 

হেলস-সেইফার্টের তাণ্ডবে পাওয়ার প্লের ৬ ওভারেই গল মার্ভেলস পেয়ে যায় ৮৯ রান। হেলসকে থামানো গেলেও সেইফার্ট থেকে যান। ঝড়ো ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এর মাঝে ভানুকা রাজাপাকসের উইকেট তুলে নেন শরিফুল। যা তার এবারের এলপিএলে চতুর্থ উইকেট। ২৫ বলে পঞ্চাশ ছুঁয়ে সেইফার্ট শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮২ রানে। ফলে ১৭ বল আগেই গল মার্ভেলস পায় ৬ উইকেটের বড় জয়। 

Details Bottom