সাকিবকে টপে জায়গা দিয়ে নিচে নামলেন হাসারাঙ্গা
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 4
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস
- 5
সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
সাকিবকে টপে জায়গা দিয়ে নিচে নামলেন হাসারাঙ্গা
সাকিবকে টপে জায়গা দিয়ে নিচে নামলেন হাসারাঙ্গা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর তাতেই তার বিপর্যয়, টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে হারালেন শীর্ষস্থান। সাকিব আল হাসান ফের দখলে নিলেন নম্বর ওয়ান পজিশন।
সবাইকে চমকে দিয়ে সাকিব আল হাসান আবারও শীর্ষে ফিরলেন। চমক কারণ, এই সময়কালে সাকিব কোনো ম্যাচ খেলেননি। না খেলেই আবারও এক নম্বর অলরাউন্ডার! ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় এখন সবার ওপরে বাংলাদেশের তারকা।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কা মাত্র ৭৭ রানে অলআউটের লজ্জায় পুড়ে, এরপর তারা প্রোটিয়াদের কাছে ম্যাচ হারে ৬ উইকেটে। ব্যাটিংয়ে নেমে দুই বলের বেশি খেলতে পারেননি লঙ্কান অধিনায়ক হাসারাঙা, পেয়েছেন ডাকের স্বাদ। বোলিংয়ে অবশ্য হাসারাঙ্গা আলো ছড়িয়েছেন, ২২ রান খরচায় নামের পাশে দুই উইকেট।
গত ৩ জুন নিউইর্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হাসারাঙ্গা বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ছিলেন বিষাদময়। এতে করে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে মোট ৬ রেটিং পয়েন্ট খোয়ালেন, ফলে তাকে হারাতে হয় শীর্ষস্থানও।
চলমান আইসিসি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ বুধবার (৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। আগে থেকেই থাকা ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ফিরলেন টপে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে জায়গা করে দিতে দুই'য়ে নেমে যাওয়া হাসারাঙ্গার রেটিং পয়েন্ট এখন ২২২।